আর্থিক খাতে তরতরিয়ে এগিয়ে চলছে গ্রামীণ ভারত, ৫ বছরে আয় বৃদ্ধি ব্যয় কম

Published on:

india village

প্রীতি পোদ্দার: সময় যত এগোচ্ছে ভারতের সমাজ ব্যবস্থা যেন আরও এগিয়ে গিয়েছে। রেল ব্যবস্থা থেকে শুরু করে সড়ক ব্যবস্থা যেমন উন্নত হয়েছে ঠিক তেমনই যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত হয়েছে। পিছিয়ে থাকেনি গ্রামীণ অর্থনীতি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই রিপোর্ট। যা দেখে রীতিমত তাজ্জব সকলে।

মাসিক আয় বৃদ্ধি

WhatsApp Community Join Now

NABARD ওরফে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট সম্প্রতি একটি সমীক্ষা জনসমক্ষে নিয়ে আসে। যেখানে দেখা যায়, ২০১৬-১৭ সালে একটি গ্রামীণ পরিবারের গড় মাসিক আয় ছিল ৮০৬৯ টাকা। তবে ২০২১-২২ সালে সেই গ্রামীণ আয় বড় আকার ধারণ করেছে। একধাক্কায় ৪৬২৯ টাকা বেড়ে হয়েছে ১২,৬৯৮ টাকা। তাই সেক্ষেত্রে সামগ্রিক বার্ষিক বৃদ্ধির হার ৯.৫ শতাংশ বেড়েছে।

মাসিক বেতন বৃদ্ধি পেয়েছে!

তবে, আয়ের ক্ষেত্রে কৃষি পরিবারগুলি এগিয়ে রয়েছে। তাদের গড় আয় হিসাবে মাসিক পরিমাণ দাঁড়িয়েছে ১৩,৬৬১ টাকা। বাকি পেশাদের ক্ষেত্রে গড় আয় হয়েছে ১১,৪৩৮ টাকাএই অংশের বেশিরভাগ মানুষ সরকারি বা বেসরকারি খাতে চাকরি করে। অর্থাৎ বলা যায় মোট আয়ের প্রায় ৩৭ শতাংশ এই সকল খাত থেকেই আসে। তাহলে সব মিলিয়ে পাঁচ বছরে গ্রামীণ এলাকা বসবাসকারী পরিবারগুলির গড় মাসিক আয় বেড়েছে ৫৭.৬ শতাংশ।

অন্যদিকে NABARD তথ্যে দাবি করা হয়েছে গ্রামীণ পরিবারগুলির সঞ্চয়ের পরিমাণও একধাক্কায় অনেকটা বেড়েছে। ২০২১-২২ অর্থ বর্ষে গ্রামীণ পরিবারগুলির গড় সঞ্চয় যেখানে ১৩ হাজার ২০৯ টাকা সেক্ষেত্রে পাঁচ বছর আগে এই সঞ্চয়ের পরিমাণ ছিল ৯ হাজার ১৪ টাকা। অর্থাৎ বলা যায় প্রায় ৬৬ শতাংশ বেশি গ্রামীণ পরিবারগুলি সঞ্চয় করেছে। যেটি কিনা গত পাঁচ বছর আগে ছিল ৫০.৬ শতাংশ।

খাদ্য ব্যয় ব্যাপক কমেছে!

মাসিক আয়ের পাশাপাশি সঞ্চয়ের পরিমাণ যেমন বেড়েছে খাদ্য ব্যয় আবার ৫৩ শতাংশ থেকে কমে ৪৭ শতাংশ হয়েছে। বিশেষ সূত্রে জানা গিয়েছে, ২০১১-১২ সালে খাদ্য ব্যয়ের পরিমাণ মাত্র ৪৬ শতাংশ ছিল, কিন্তু ২০২২-২৩ সালে তা ৫৪ শতাংশে উন্নীত হয়েছে। অর্থাৎ মাত্র পাঁচ বছরে এটি ৯,১০৪ টাকা থেকে বেড়ে ১৩,২০৯ টাকা হয়েছে। পাশাপাশি গ্রামীণ ভারতেও আর্থিক সাক্ষরতা বাড়ছে। ২০১৬-১৭ সালে ৩৩.৯ শতাংশ থেকে ২০২১-২২ সালে ৫১.৩ শতাংশে উন্নীত হয়েছে আর্থিক সাক্ষরতা।

প্রসঙ্গত, মনে করা হচ্ছে গ্রামীণ পরিবারগুলি আয়, সঞ্চয় এবং আর্থিক সাক্ষরতার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করার পিছনে এক অন্যতম কারণ হল কেন্দ্রের একাধিক প্রকল্প। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিম, প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, দীনদয়াল যোজনা প্রকল্প জীবিকা মিশন, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা গ্রামীণ মানুষের জীবনযাত্রার উন্নতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে।

সঙ্গে থাকুন ➥
X