সৌভিক মুখার্জী, কলকাতা: এবার ভারতীয় সাংসদদের জন্য আসলো দারুণ সুখবর। কেন্দ্র সরকার ৭ বছর পর সাংসদদের বেতন, দৈনিক ভাতা এবং পেনশন বৃদ্ধি করেছে (Mp Salary Pension Hike)। হ্যাঁ ঠিকই শুনেছেন। তাও কিনা একধাক্কায় ২৪ হাজার টাকা। সোমবার সরকার আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে, যা কার্যকর হবে ২০২৩ সালের ১লা এপ্রিল থেকে। অর্থাৎ, সাংসদরা পূর্ববর্তী মাসগুলির বকেয়া বেতন এবং পেনশন এরিয়ার হিসেবে পেয়ে যাবেন।
এই সিদ্ধান্ত ১৯৫৪ সালের ‘সাংসদদের বেতন ভাতা ও পেনশন’ আইনের মাধ্যমে বহাল করা হয়েছে। আয়কর আইন, ১৯৬১-তে উল্লেখিত মূল্য সূচকের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই নিয়ম প্রয়োগ করা হয়েছে বলে জানা যাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক কত টাকা বেতন বাড়লো এবং নতুন বেতন কত হল।
কত টাকা বাড়ল সাংসদদের বেতন?
বর্তমানে আমরা যদি একটু খতিয়ে দেখি, তাহলে সাংসদদের মাসিক বেতন ১,০০,০০০/- টাকা। একধাক্কায় এবার ২৪,০০০/- টাকা বেতন বৃদ্ধি পেয়ে ১,২৪,০০০/- টাকা মাসিক বেতন পৌঁছেছে। একইভাবে বর্তমানে দৈনিক ভাতা ২০০০/- টাকা, যেখানে ৫০০/- টাকা বৃদ্ধি পেয়ে একধাক্কায় ২৫০০/- টাকায় পৌঁছেছে। পাশাপাশি সাংসদরা বর্তমানে ২৫,০০০/- টাকা করে মাসিক পেনশন পান, যা ৬০০০/- টাকা বৃদ্ধি পেয়ে ৩১,০০০/- টাকায় দাঁড়িয়েছে। এর পাশাপাশি আগে অতিরিক্ত পেনশন দেওয়া হত প্রতি বছরে ২০০০/-, যা বর্তমানে ৫০০/- টাকা বেড়ে ২৫০০/- টাকায় পৌঁছেছে।
কেন বাড়ল সাংসদদের বেতন?
২০১৮ সালে কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে, মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে সাংসদদের বেতন এবং ভাতা বাড়ানো হবে। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই ৭ বছর পর এবার বেতন বৃদ্ধি করা হয়েছে। সাম্প্রতিক মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার ফলে তাদের এই বেতন বৃদ্ধি খুবই প্রয়োজন ছিল। পাশাপাশি বর্ধিত দৈনিক ভাতার ফলে সাংসদদের অধিবেশনে যোগ দেওয়ার আগ্রহ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ অ্যাকাউন্টে ঢুকেছে টাকা, তবুও শুরু করা যাচ্ছে না কাজ! আবাস নিয়ে গুরুতর অভিযোগ
সংসদের জন্য কী কী সুবিধা আসবে?
মানুন বা না মানুন, বেতন বৃদ্ধি মানে কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি। সেই হিসেবে বর্ধিত মাসিক বেতন সাংসদদের কাজের প্রতি আরও আগ্রহ বাড়াবে। পাশাপাশি অবসরপ্রাপ্ত সাংসদদের পেনশনও তাঁদের আর্থিক সুরক্ষা দেবে। তাই এই বেতন বৃদ্ধির ফলে তাদের জীবনযাত্রার মান আরো উন্নত হবে। এখন দেখার ভবিষ্যতে তারা কতটা উপকৃত হয়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |