ফিক্সড ডিপোজিটের থেকে বেশি সুদ, ৩২০০০ পাবেন মহিলারা! ধামাকা প্রকল্প সরকারের

Published on:

mahila samman savings certificate scheme for women with high interest rates

পার্থ সারথি মান্না, কলকাতাঃ দেশের মহিলাদের অর্থ ও সামাজিক উন্নতির জন্য রাজ্য তথা কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকে একাধিক প্রকল্প আনা হয়েছে। কিছু প্রকল্প যেমন স্বনির্ভর হতে সাহায্য করে তেমনি কিছু প্রকল্পে সরাসরি আর্থিক সাহায্য পান মহিলারা। তবে এবার মহিলাদের আর্থিক সুরক্ষা প্রদানের জন্য সরকারের তরফ থেকে একটি নতুন স্কিম আনা হয়েছে যেখানে বিনিয়োগ করে মোটা টাকা রিটার্ন পারেন মহিলারা। এমনকি কন্যা সন্তানেরাও এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। কি প্রকল্প? কিভাবে আবেদন করতে হবে? জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মহিলা সন্মান সেভিংস সার্টিফিকেট । Mahila Samman Savings Certificate Scheme

এই প্রকল্পের মাধ্যমে মহিলারা বা কন্যা সন্তানের হয়ে অভিভাবকেরা টাকা জমাতে পারেন। নূন্যতম ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত রাখা যেতে পারে। যেটার মেয়াদ হবে দু’বছর। যেখানে ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিটের তুলনায় বেশি টাকা সুদ পাওয়া যাবে। অর্থাৎ ২ লক্ষ টাকা রাখলে দুই বছরে প্রায় ৩২,০০০ টাকা সুদ হিসাবে পাওয়া যাবে।

MSSC প্রকল্পের সুবিধা

১। এই প্রকল্পের মাধ্যমে দেশের যে কোনো মহিলা বা কন্যা সন্তান বিনিয়োগ করতে পারে। যদি মেয়ের জন্য বিনিয়োগ করতে হয় তাহলে মেয়ের বয়স ৩ মাসের বেশি হতে হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

২। সাধারণত ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে ৩-৪% সুদ দেওয়া হয়ে থাকে। এছাড়া ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এক বা দুই বছরের ক্ষেত্রে ৬.৫% সুদ দেওয়া হয়ে থাকে। তবে এক্ষেত্রে বিনিয়োগের উপর ৭.৫% সুদ পাওয়া যাবে।

৩। এই প্রকল্পে বিনিয়োগ করলে প্রতি তিন মাসের হিসাবে সুদের হিসাব করা হবে। আর মোট জমা দেওয়া টাকার উপর পাওয়া সুদের উপর কোনো TDS কাটা হবে না।

সময়ের আগে টাকা তোলা বা অ্যাকাউন্ট বন্ধ করা

যদি কোনো কারণে টাকা তোলার প্রয়োজন পড়ে তাহলে মোট জমা টাকার থেকে ৪০% টাকা তুলে নেওয়া যেতে পারে। তবে এক্ষেত্রে বিনিয়োগের সময় ১ বছর হতে হবে। আর যদি এমার্জেন্সি হওয়ার কারণে অ্যাকাউন্ট বন্ধ করতে চান তাহলে ৬ মাস পরেই অ্যাকাউন্ট বন্ধ করা যেতে পারে। তবে সেক্ষেত্রে ৭.৫% নয় বরং ৫.৫% সুদ পাওয়া যাবে।

কিভাবে MSSC অ্যাকাউন্ট খুলবেন?

আপনি যদি এই প্রকল্পে টাকা বিনিয়োগ করতে চান তাহলে ব্যাঙ্ক অফ বারোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনিয়ান ব্যাঙ্ক ও ইন্ডিয়া, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যোগাযোগ করতে পারেন। ব্যাঙ্কে গেলেই এই প্রকল্পের জন্য ফর্ম পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group