কপালে হাত আম্বানির! একধাক্কায় লস ৪০৮০০০০০০০০০ টাকা, টাটার ক্ষতি …

Published on:

Mukesh Ambani

সৌভিক মুখার্জী, কলকাতা: শেয়ার বাজারের সম্প্রতি বিরাট ধাক্কা খেলো মুকেশ আম্বানির (Mukesh Ambani) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং রতন টাটার টিসিএস। সূত্রের খবর, গত সপ্তাহের মধ্যে মাত্র পাঁচ দিনে রিলায়েন্সের বাজার মূল্য থেকে 40,800 কোটি টাকা উধাও হয়ে গিয়েছে। এমনকি টিসিএস হারিয়েছে প্রায় 17,710 কোটি টাকা।

রেকর্ড পতন রিলায়েন্সের

ভারতের বৃহত্তম টেক জায়ান্ট সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এই বিপুল ক্ষতির কারণে বিনিয়োগকারীদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। 23 মে সপ্তাহন্তে NSE-তে রিলায়েন্সের শেয়ারের মূল্য দাঁড়িয়েছিল 1426 টাকা। পাশাপাশি কোম্পানির মোট মার্কেট ক্যাপ ছিল 19,30,339.56 কোটি টাকা।

প্রসঙ্গত, গত এক সপ্তাহে দেশের শীর্ষ দশটি মূল্যবান সংস্থার মধ্যে ছয়টির বাজার মূল্য তলানিতে ঠেকেছে। যার মধ্যে রিলায়েন্স ছিল সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। আর এই পরিসংখ্যান স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, ইকুইটি মার্কেটে রিলায়েন্সের গতি কতটা ক্ষতিগ্রস্থ হয়েছে। 

বাজারের সামগ্রিক পতন

খোঁজ নিয়ে জানা গেল, গত সপ্তাহে ভারতীয় বাজার সূচকে BSE সেনসেক্স 609.51 পয়েন্ট কমেছে, যা প্রায় 0.74%-এ দাঁড়াচ্ছে। পাশাপাশের Nifty 50 কমেছে 166.65 পয়েন্ট, যা প্রায় 0.66%-এ দাঁড়াচ্ছে। আর এই বিরাট পতনের প্রভাবে একাধিক কোম্পানির শেয়ার মূল্যে বিরাট ধাক্কা লেগেছে। 

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

কারা কতটা মূলধন হারালো?

এই শেয়ার পতনে যে শুধুমাত্র রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ধাক্কা খেয়েছে এমনটা নয়। তালিকায় আরও বড় বড় কোম্পানিও রয়েছে। দেখে নিন এক নজরে তালিকা-

  • টিসিএসের বাজার মূল্য কমেছে প্রায় 17,710.54 কোটি টাকা।
  • ইনফোসিসের বাজার মূল্য কমেছে প্রায় 10468.58 কোটি টাকা 
  • হিন্দুস্তান ইউনিলিভারের বাজার মূল্য কমেছে প্রায় 5462.80 কোটি টাকা 
  • ICICI ব্যাঙ্কের বাজার মূল্য কমেছে প্রায় 2454.31 কোটি টাকা। 
  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বাজার মূল্য কমেছে প্রায় 1249.45 কোটি টাকা।

আরও পড়ুনঃ মাত্র ৬০০০ টাকায় শুরু করুন ভেন্ডি চাষ, মোটা আয়ে হয়ে যাবেন লাখপতি

লাভ করেছে কারা?

তবে সবাই যে শেয়ারে ধাক্কা খেয়েছে, এমনটা নয়। এখনো এমন কিছু শেয়ার রয়েছে, যারা প্রচুর পরিমানে মুনাফা শুষে নিয়েছে। আর সেই তালিকা রয়েছে-

  • Bharti Airtel-র নেট মূলধন বেড়েছে 10121.24 কোটি টাকা। 
  • বাজাজ ফাইন্যান্সের নেট মূলধন বেড়েছে 4548.87 কোটি টাকা।
  • ITC-র নেট মুনাফা বেড়েছে 875.99 কোটি টাকা। 
  • HDFC ব্যাঙ্কের নেট মুনাফা বেড়েছে 399.93 কোটি টাকা।

মার্কেটের এই ওঠানামা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে, বড় বড় কোম্পানিগুলির বাজার সবসময় একরকম থাকে না। মুকেশ আম্বানি বা রতন টাটার মতো নামিদামি সব শিল্পপতির সংস্থা যে বড় আর্থিক ধাক্কা খেতে পারে, তার জলজ্যান্ত প্রমাণ এই রিপোর্ট। তাই বিনিয়োগকারীদের প্রতি পরামর্শ, অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করেই বিনিয়োগের পথে হাঁটুন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥