ঘরে বসেই মাত্র ১০ টাকায় কিনতে পারবেন সোনা, সুবর্ণ সুযোগ দিচ্ছে মুকেশ আম্বানির Jio

Published:

jio finance gold
Follow

বৈশাখী মণ্ডল, কলকাতাঃ বলা বাহুল্য এখন গোটা দেশ জুড়ে চলছে ধনতেরাস। আর প্রতিটি বাড়িতে কেউ না কেউ অল্প থেকে ভারি মূল্যে সোনা কিনছেন। কারণ, তাদের মতে ধনতেরাসের দিন সোনা কিনলে কুবের দেব সন্তুষ্ট হন। বলাই যেতে পারে ধনতেরাসের দিন সবাই কম বেশি সোনা রূপো কিনেই থাকেন। আর সাধারণ মানুষেরা ঝাঁটা কিনে থাকেন। এখন সোনার যা দাম তাতে সাধারণ মানুষের সোনা কেনা খুবই দুস্কর বিষয়ে হয়ে দাঁড়াচ্ছে। ঠিক এইসময় দেশের বিখ্যাত ব্যবসায়ী মুকেশ আম্বানি সাধারণ মানুষের কথা চিন্তা করেই নিয়ে এলো নতুন স্কিম। যেখানে বাড়িতে বসেই পেয়ে যাবেন Jio ফাইন্যান্সের সাহায্য সোনা। মাত্র ১০ টাকার পরিবর্তে পেয়ে যাবেন ডিজিটাল সোনা। এতে সাধারণ মানুষেরা ধনতেরাসের দিন অথবা অন্য কোনো শুভ দিনে ডিজিটাল সোনার মালিক হতে পারবেন।

১০ টাকায় সোনা দিচ্ছে Jio ফাইন্যান্স

ধনতেরাসের দিন সাধারণ মানুষের কথা মনে করেই জিও ফাইন্যান্সের পক্ষ থেকে চালু করেছে এই স্মার্ট গোল্ড স্কিম। এর সাহায্যে মাত্র ১০ টাকা খরচ করেই সোনা কিনতে পারবে সাধারণ মানুষেরা। সাধারণ মানুষের কথা মাথায় রেখেই ধনতেরাসের দিন এর শুভ সূচনা করেছেন। এছাড়াও স্মার্ট গোল্ড স্কিমে আর একটা বড়ো সুবিধা হল, প্রয়োজন হলে ডিজিটাল গোল্ডে করা বিনিয়োগ নগদ অর্থে পরিবর্তন করা যাবে। আর এই বিনিয়োগ থেকে পর্যাপ্ত স্মার্ট গোল্ড নগদ, গয়নায়, অথবা কয়েনে পরিবর্তন করা যাবে খুব সহজেই। এই স্কিমে সবচেয়ে বড়ো বিষয়ে হলো এইখানে সকল ধরণের মানুষ খুব স্বল্প টাকায় বিনিয়োগ শুরু করতে পারবেন।

অপরদিকে এই স্কিমে আরও একটা সুবিধা হলো এই স্কিমে আপনার সোনা হারানোর বা চুরির ভয় নেই। এর জন্য আপনাকে আলাদা করে লকারের ব্যবস্থা করতে হবেনা। ভার্চুয়াল গোল্ড সবদিক থেকেই সুরক্ষিত। তার উপর আপনাকে ঘরের বাইরেও যেতে হবেনা। আপনি ঘরে বসেই বাজার মূল্য দেখতে পারবেন এবং প্রয়োজন হলে ডিজিটাল সোনা বিক্রিও করতে পারবেন। গ্রাহক চাইলে সরাসরি জিও ফাইন্যান্স অ্যাপ থেকে সোনার কয়েন কম খাটুনিতে ঘরে বসেই কিনতে পারবেন। বাড়ি বসেই তার প্রয়োজনিয় সোনার জিনিস হোম ডেলিভারিও হয়ে যাবে। ধনতেরাসের দিন সোনা কিনলে সংসারে সুখ, সমৃদ্ধি, শান্তি বজায় থাকে। তাই এইদিন আপনার যদি সোনা কেনার প্ল্যান থাকে তবে জিও ফাইন্যান্সে একবার বিনিয়োগ করে দেখতেই পারেন। বিনিয়োগ করার পূর্বে আপনি Jio Finance অ্যাপে বিনিয়োগের সমস্ত তথ্য বিস্তারিত দেওয়া আছে, তা অবশ্যই দেখে নেবেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join