আসছে নতুন ১০ ও ৫০০ টাকার নোট! আগের নোট কি বাতিল? জানাল RBI

Published on:

Updated on:

Reserve bank of India

সৌভিক মুখার্জী, কলকাতা: অর্থবছরের শুরুতেই ভারতীয় রিজার্ভ ব্যাংক নতুন এক চমক নিয়ে হাজির। এবার বাজারে আসতে চলেছে ১০ টাকা এবং ৫০০ টাকার নতুন নোট (New Currency Note)। শুক্রবার ভারতীয় রিজার্ভ ব্যাংক এই নতুন নোট নিয়ে আসার কথা জানিয়েছে। আর তাতেই সারা পড়ে গিয়েছে গোটা নেট দুনিয়ায়। কিন্তু কেন হঠাৎ আবার নতুন নোট নিয়ে আসা হচ্ছে? এর পিছনে কী কারণ রয়েছে? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। 

নতুন নোটের ডিজাইনে কোনরকম বদল নেই!

জানা যাচ্ছে, ভারতীয় রিজার্ভ ব্যাংক এই নতুন নোটগুলি মহাত্মা গান্ধী সিরিজের একটি অংশ হিসেবে আনতে চলেছে। এই নোটগুলিতে থাকবে আরবিআই এর নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর। যদিও মহাত্মা গান্ধী (নিউ) সিরিজের নতুন ১০ টাকা এবং ৫০০ টাকার নোটের ডিজাইন একই রকম থাকবে বলেই জানা যাচ্ছে। অর্থাৎ, মহাত্মা গান্ধী সিরিজের আগের নোটের মতই থাকবে মাপ, রং, নিরাপত্তা ফিচার এবং সমস্ত ডিজাইন।

পুরনো নোটও থাকবে বৈধ

অনেকের মনে এখন প্রশ্ন আসছে, যে নতুন নোট চালু হলে কি আগের ১০ টাকা বা ৫০০ টাকার নোট বাতিল হয়ে যাবে? কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে যে, এরকম ভাবনার কোন কারণ নেই। আগের ১০ টাকা এবং ৫০০ টাকার নোট আগের মতই চলবে। মানে আপনার হাতে থাকা পুরনো নোটগুলি পুরোপুরি বৈধ এবং তা দিয়ে লেনদেন করতে পারবেন।

এর আগেও জারি হয়েছিল নতুন নোটের ঘোষণা

এই বছরের শুরুতেই ভারতীয় রিজার্ভ ব্যাংক ঘোষণা করেছিল গভর্নর সঞ্জয় মালহোত্রা ১০০ টাকা এবং ২০০ টাকার নোট বাজারে নিয়ে আসবে। আর এবার সেই তালিকায় যুক্ত হল আরও দুটি নোট ১০ টাকা ও ৫০০ টাকা। 

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

সঞ্জয় মালহোত্রা কে?

আসলে গত বছরের ডিসেম্বর মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে দায়িত্ব দেওয়া হয় সঞ্জয় মালহোত্রাকে। ৫৭ বছর বয়সী এই অর্থনীতিবিদ শক্তিকান্ত দাসের জায়গা নেওয়ার পর নিয়ম অনুযায়ী সই বদলানো হচ্ছে। গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার মধ্যে এই নতুন নোট প্রচলন অন্যতম।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥