বড় পদক্ষেপ কেন্দ্রের, বিদেশে কর্মরত কর্মীদের পেনশন, গ্র্যাচুইটির টাকা এবার জমা হবে PF-এ

Published on:

New PF system for Indians working abroad

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার থেকে বিদেশে কর্মরত ভারতীয়দের টাকা জমা হবে দেশের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টেই। হ্যাঁ, আগে যেখানে কোনও কর্মচারীকে সংশ্লিষ্ট সংস্থার তরফে 3 বা 5 বছরের জন্য কাজের ক্ষেত্রে বিদেশে পাঠানো হলে সামাজিক নিরাপত্তার অর্থ তাঁর PF অ্যাকাউন্টে যেত না।

আসলে পূর্বের নিয়ম অনুযায়ী, সামাজিক সুরক্ষার নামে কর্মীদের বেতন থেকে প্রতি মাসে একটি নির্দিষ্ট অর্থ কেটে নেওয়া হলেও কোনও বিশেষ সুবিধা পেতেন না কর্মচারীরা। তবে এবার আর সেই দিন দেখতে হবে না।

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ভারত সরকার এবার 22টি জনপ্রিয় দেশের সাথে বিশেষ চুক্তি করছে, যার হাত ধরে এবার থেকে সেই সব দেশে কর্মরত ভারতীয় কর্মীরা সামাজিক নিরাপত্তার অর্থ ও গ্র্যাচুইটি দুইই নিজের PF অ্যাকাউন্টেই পেয়ে যাবেন। খোঁজ নিয়ে জানা গেল ইতিমধ্যেই অনেকে এই সুবিধা পেতে শুরু করেছেন!

অবশ্যই পড়ুন: পাকিস্তানে ব্যবসা বন্ধ করল Microsoft

ব্রিটেন ও আমেরিকার সাথে হয়েছে চুক্তি

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ব্রিটেনের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারত। এই চুক্তিটি আসলে ভারত ও ব্রিটেনের মধ্যে বাণিজ্যিক ক্ষেত্রের অংশ। তবে শুধু ব্রিটেন নয়, ইতিমধ্যেই আমেরিকার সাথে হওয়া বাণিজ্য চুক্তিতেও কর্মীদের সামাজিক নিরাপত্তার অর্থ সংক্রান্ত সুবিধাগুলির বিষয়টি উত্থাপিত হয়েছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

এই দুই দেশ ছাড়াও প্রাথমিক পর্যায়ে অন্তত 22টি দেশের সাথে বিশেষ চুক্তির পথে হাঁটতে চলেছে দিল্লি, আসলে যেসব দেশে ভারতীয় নাগরিকরা কর্মরত, মূলত সেই সব দেশের সাথেই বড়সড় চুক্তি হতে পারে কেন্দ্রের। যদিও এ প্রসঙ্গে শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্য দাবি করেছেন, ভারত যখনই কোনও দেশের সাথে ব্যবসায়িক চুক্তি করে, সেই চুক্তিতে প্রতিবারই সামাজিক সুরক্ষার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥