UPI লেনদেনে বড় পরিবর্তন, ১ এপ্রিল থেকে দেশজুড়ে কার্যকর হবে নতুন নিয়ম

Published on:

upi

শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে দেশবাসীর মধ্যে UPI ব্যবহার করার প্রবণতাও যেন পাল্লা দিয়ে বাড়ছে। এখন পকেটে ক্যাশ টাকা না থাকলেও অসুবিধা নেই, কারণ এই ইউপিআই ব্যবস্থার মাধ্যমে সকল মুশকিল আসান হয়ে যাচ্ছে। যাইহোক, তবে নতুন মাস অর্থাৎ ১ এপ্রিল থেকে এই UPI ব্যবস্থায় আমূল বদল ঘটতে চলেছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ফলে আপনিও যদি UPI ব্যবহারকারি হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল আপনার জন্য।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

১ এপ্রিল থেকে UPI ব্যবস্থায় নতুন নিয়ম!

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার নতুন নিয়মগুলি নতুন আর্থিক বছরের শুরু থেকে অর্থাৎ ১ এপ্রিল, ২০২৫ থেকে কার্যকর হবে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া ব্যাংকগুলিকে নির্দেশ দিয়েছে যে, যেসব মোবাইল নম্বর অন্য কাউকে ইস্যু করা হয়েছে অথবা ১ এপ্রিল, ২০২৫ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলো মুছে ফেলতে। যাতে UPI লেনদেন আরও নিরাপদ করা যায় এবং ভুল লেনদেন বন্ধ করা যায়।

এখন থেকে সিস্টেম আপডেট প্রয়োজন হবে

ভুল UPI লেনদেন প্রতিরোধ করার জন্য, NPCI ব্যাংক এবং UPI পেমেন্ট পরিষেবা প্রদানকারীদের নিয়মিত বিরতিতে তাদের সিস্টেম আপডেট করতে বলেছে। এই সিদ্ধান্তটি ১৬ জুলাই ২০২৪ তারিখে অনুষ্ঠিত NPCI সভায় নেওয়া হয়েছিল, যা এখন ১ এপ্রিল ২০২৫ থেকে কার্যকর হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ব্যর্থ বা ভুল লেনদেন রোধ করার জন্য ব্যাংক এবং UPI পেমেন্ট পরিষেবা প্রদানকারীরা প্রতি সপ্তাহে মোবাইল নম্বরের একটি আপডেট তালিকা প্রস্তুত করবে।

ব্যবহারকারীদের মনোযোগ দিতে হবে

ব্যবহারকারীদের অনুমোদনের পরই মোবাইল নম্বরগুলি আপডেট করা হবে। এই সম্মতি দেওয়ার বিকল্পটি শুধুমাত্র UPI অ্যাপের মাধ্যমেই পাওয়া যাবে। যদি ব্যবহারকারী সম্মতি না দেন এবং মোবাইল নম্বর আপডেট না করা হয়, তাহলে সেই মোবাইল নম্বরের মাধ্যমে কোনও UPI লেনদেন সম্ভব হবে না।

আরও পড়ুনঃ বাজারে ১০০, ২০০ টাকার নতুন নোট আনছে RBI, পুরনোগুলো সব বাতিল?

১ এপ্রিল, ২০২৫ থেকে, ব্যাংক এবং ইউপিআই অ্যাপগুলিকে প্রতি মাসে এনপিসিআই-তে প্রতিবেদন জমা দিতে হবে। যেখানে মোবাইল নম্বরের সাথে সংযুক্ত UPI আইডির সংখ্যা, সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা, UPI ভিত্তিক লেনদেনের সংখ্যা সম্পর্কে তথ্য দিতে হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group