সহেলি মিত্র, কলকাতা: দিওয়ালি ও ছট পুজোর আগে বিরাট ঘোষণা করল বিহার সরকার। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি এবার রাজ্য সরকারও ৩% ডিএ বৃদ্ধির (DA Hike) ঘোষণা করল। সরকারের এহেন সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন কয়েক লক্ষ কর্মী। আসলে আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে, নীতিশ কুমারের সরকার রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য সুখবর ঘোষণা করেছে। দিওয়ালি এবং ছট পুজোর উপহার হিসেবে, নীতীশ সরকার মহার্ঘ্য ভাতা ৩ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।
৩% DA বৃদ্ধির ঘোষণা করল বিহার সরকার
জানা গিয়েছে, রাজ্য কর্মচারী এবং পেনশনভোগীরা এখন ৫৮% হারে ডিএ পাবেন। আগে ছিল ৫৫%। বিহার মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত এই মহার্ঘ্য ভাতা বৃদ্ধি সরাসরি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন বৃদ্ধি করবে। ডিএ বৃদ্ধির এই সিদ্ধান্ত কেবল কর্মীদের আয়ই বৃদ্ধি করবে না বরং দিওয়ালি এবং ছটের মতো উৎসবের সময় ব্যয়ের জন্যও স্বস্তি দেবে। বলা হচ্ছে যে এই নির্বাচনী বছরে কর্মচারী এবং পেনশনভোগীদের মধ্যে সরকারের জনপ্রিয়তা বৃদ্ধির দিকেও এটি একটি বড় পদক্ষেপ। এখন, প্রতিটি কর্মচারী এবং পেনশনভোগী তাদের ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত ডিএ দেখতে পাবেন।
কতটা বেতন বাড়বে?
কর্মচারীদের দেওয়া মহার্ঘ্য ভাতা তাদের মূল বেতন অনুসারে নির্ধারিত হয়। উদাহরণস্বরূপ, যদি কোনও কর্মচারীর মূল বেতন ৬০, ০০০ টাকা হয়, তাহলে তারা পূর্বে ৫৫% ডিএ-এর ভিত্তিতে ৩৩, ০০০ টাকা মহার্ঘ্য ভাতা পেতেন। তবে, নতুন বৃদ্ধির পরে, তাদের মহার্ঘ্য ভাতা এখন ৫৮% ডিএ-এর ভিত্তিতে ৩৪, ৮০০০ টাকা হবে। এর অর্থ হল কর্মচারীর বেতন প্রতি মাসে ১৮০০ টাকা বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, বুধবার প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (DA) ৩% বৃদ্ধি করে ৫৮% করার প্রস্তাব অনুমোদন করেছে। এই বর্ধিত মহার্ঘ ভাতা ১ জুলাই থেকে কার্যকর হবে।