অতিরিক্ত ১% ফি, মিলবে না রিওয়ার্ড পয়েন্টসও! ক্রেডিট কার্ডের নিয়ম বদলাল SBI

Published:

sbi credit card
Follow

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: হাতে মাত্র আর কয়েকটা দিন। দেখতে দেখতে নতুন বছরের আগমন হতে চলেছে। তাই চারিদিকে চলছে বছর শেষের আনন্দ। এদিকে বছরের শেষ মাস পড়তে না পড়তেই নানা নিয়ম পরিবর্তন করা হয়েছে। LPG সিলিন্ডার গ্যাস এর দাম পরিবর্তন থেকে শুরু করে TRAI- এর নিয়ম পরিবর্তন হয়েছে। এছাড়াও এবার ক্রেডিট কার্ডের নীতিতে পরিবর্তন আনছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। এর ফলে গ্রাহকদের ক্রেডিট কার্ড ব্যবহারে কী সুবিধা হবে, কী-ই বা অসুবিধা থাকছে আজকের প্রতিবেদনের মাধ্যমে একনজরে দেখে নেওয়া যাক।

আসলে SBI ব্যাঙ্কের সবকটি ক্রেডিট কার্ড সংস্থাই গ্রাহকদের রিওয়ার্ড পয়েন্টস দিয়ে থাকে। এই রিওয়ার্ড পয়েন্টস শপিং, বিমানের টিকিট কাটা, হোটেল বুকিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা যেতেই পারে। যার ফলে কার্ড ব্যবহারকারীর মোটা অঙ্কের টাকা বাঁচে। তবে এবার SBI সেই নিয়মে খানিক পরিবর্তন আনতে চলেছে। জানা গিয়েছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক, SBI, চলতি বছর, ১ ডিসেম্বর থেকে ৪৮টি ক্রেডিট কার্ডে ডিজিটাল গেমিং প্ল্যাটফর্ম বা মার্চেন্ডাইজ লেনদেনের ক্ষেত্রে আর রিওয়ার্ড পয়েন্ট প্রদান করছে না।

কোন কোন কার্ডে রিওয়ার্ড পয়েন্ট প্রদান করছে না?

যে সকল কার্ডগুলিতে এই পরিষেবাগুলি বন্ধ আছে, সেগুলি হল SBI কার্ড এলিট, SBI কার্ড এলিট অ্যাডভান্টেজ, SBI কার্ড পালস সিম্পলি ক্লিক, SBI কার্ড সিম্পলি ক্লিক অ্যাডভান্টেজ, SBI কার্ড প্রাইম, SBI কার্ডের প্রাইম অ্যাডভান্টেজ, SBI কার্ড প্ল্যাটিনাম, SBI কার্ড প্রাইম প্রো, SBI কার্ড প্ল্যাটিনাম অ্যাডভান্টেজ, গোল্ড SBI কার্ড, গোল্ড ক্লাসিক SBI কার্ড, গোল্ড ডিফেন্স SBI কার্ড, গোল্ড অ্যান্ড মোর এমপ্লয়ি SBI কার্ড, গোল্ড অ্যান্ড মোর অ্যাডভান্টেজ SBI কার্ড, গোল্ড অ্যান্ড মোর SBI কার্ড, সিম্পলি সেভ SBI কার্ড, সিম্পলি সেভ এমপ্লয়িজ SBI কার্ড, সিম্পলি সেভ অ্যাডভান্টেজ SBI কার্ড, গোল্ড অ্যান্ড মোর টাইটানিয়াম SBI কার্ড, সিম্পলি সেভ প্রো SBI কার্ড, কৃষক উন্নতি এসবিআই কার্ড, সিম্পলি সেভ মার্চেন্ট SBI কার্ড, সিম্পলি সেভ UPI SBI কার্ড, SIB SBI প্লাটিনাম কার্ড, SIB SBI SimplySAVE কার্ড, KVB SBI প্লাটিনাম কার্ড, KVB SBI গোল্ড অ্যান্ড মোর কার্ড।

অতিরিক্ত ১ শতাংশ ফি

এছাড়াও SBI বা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ক্রেডিট কার্ডে আরও একটি নিয়ম জারি করেছে। জানা গিয়েছে, ১ ডিসেম্বর থেকে SBI এর ক্রেডিট কার্ডে মোবাইল বিল, বিমার টাকা, বিদ্যুতের বিলের টাকা প্রদানের পরিমাণ যদি ৫০ হাজার ছাড়িয়ে যায় সে ক্ষেত্রে ব্যবহারকারীদের অতিরিক্ত ১ শতাংশ ফি দিতে হবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join