ভুলে যাবেন SBI ব্যাঙ্ক, এবার Fixed Deposit এ ৮.২৫% সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক

Published on:

Fixed Deposit

ব্যাঙ্কের গ্রাহকদের জন্য রইল দুর্দান্ত সুখবর। মে মাস শেষ হওয়ার আগেই আচমকাই নিজেদের এফবি বা ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়ে দিল দেশের একটি ব্যাঙ্ক। এদিকে ব্যবকের এহেন সিদ্ধান্তের কারণে উপকৃত হবেন ব্যাঙ্কের লাখ লাখ গ্রাহক।এফডির ওপর এবার থেকে ৮.২৫ শতাংশ অবধি সুদ পেয়ে যাবেন গ্রাহকরা। এখন নিশ্চয়ই ভাবছেন যে কোন ব্যাঙ্ক এই কাজ করেছে? তাহলে চোখ রাখুন আজএকর এই লেখাটির উপর।

WhatsApp Community Join Now

৮.২৫ শতাংশ অবধি সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক

জানা গিয়েছে, দেশের অন্যতম বড় বেসরকারি ব্যাঙ্ক ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে (এফডি) সুদের হার ২ কোটি টাকার নিচে সংশোধন করেছে। ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, নতুন হার গত ২৭ মে, ২০২৫ থেকে কার্যকর হবে।

নতুন সুদের হার সংশোধন

IndusInd Bank ৭ দিন থেকে ১০ বছর মেয়াদের মধ্যে থাকা এফডির জন্য সাধারণ নাগরিকদের ক্ষেত্রে ৩.৫০% থেকে ৭.৯৯% সুদের হার অফার করে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই সর্বোচ্চ সুদের হার ৭.৯৯ শতাংশ।

৩১ থেকে ৪৫ দিনের মেয়াদের এফডিতে ব্যাঙ্ক সাধারণদের ৩.৭৫ এবং প্রবীণদের ৪.২৫ সুদ দেবে ব্যাঙ্ক।

৪৬-৬০ দিনের মেয়াদের এফডিতে সাধারণদের ৪.৭৫ এবং প্রবীণদের ৫.২৫% সুদ দেবে ব্যাঙ্ক।

৬১ দিন থেকে ৯০ দিনের মেয়াদে- সাধারণদের ৪.৭৫ এবং প্রবীণদের ৫.২৫% সুদ দেবে ব্যাঙ্ক।

৯১ দিন থেকে ১২০ দিনের মেয়াদে- সাধারণদের ৪.৭৫ এবং প্রবীণদের ৫.২৫% সুদ দেবে ব্যাঙ্ক।

১২১ থেকে ১৮০ দিনের মেয়াদে- সাধারণদের ৫.০০ এবং প্রবীণদের ৫.৫০% সুদ দেবে ব্যাঙ্ক।

১৮১ থেকে ২১০ দিনের মেয়াদে- সাধারণদের ৫.৮৫ এবং প্রবীণদের ৬.৩৫% সুদ দেবে ব্যাঙ্ক।

২১১ থেকে ২৬৯ দিনের মেয়াদে- সাধারণদের ৬.১০ এবং প্রবীণদের ৬.৬০% সুদ দেবে ব্যাঙ্ক।

২৭০ থেকে ৩৫৪ দিনের মেয়াদে- সাধারণদের ৬.৩৫ এবং প্রবীণদের ৬.৮৫% সুদ দেবে ব্যাঙ্ক।

৩৫৫ থেকে ৩৬৪ দিনের মেয়াদে- সাধারণদের ৬.৫০ এবং প্রবীণদের ৮.০০% সুদ দেবে ব্যাঙ্ক।

১ বছর থেকে ১ বছর ৬ মাস- সাধারণদের ৭.৭৫ এবং প্রবীণদের ৮.২৫% রেট সুদ দেবে ব্যাঙ্ক।

১ বছর ৬ মাস- ২ বছর- সাধারণদের ৭.৭৫ এবং প্রবীণদের ৮.২৫% রেট সুদ দেবে ব্যাঙ্ক।

২ বছর তিন মাস থেকে ২ বছর ৬ মাস- সাধারণদের ৭.২৫ এবং প্রবীণদের ৭.৭৫% রেট সুদ দেবে ব্যাঙ্ক।

২ বছর ৬ মাস থেকে ২ বছর ৭ মাস- সাধারণদের ৭.৯৯ এবং প্রবীণদের ৮.২৫% রেট সুদ দেবে ব্যাঙ্ক।

২ বছর ৭ মাস থেকে ৩ বছর ৩ মাস- সাধারণদের ৭.২৫ এবং প্রবীণদের ৭.৭৫% রেট সুদ দেবে ব্যাঙ্ক।

৩ বছর ৩ মাস ৬১ মাস- সাধারণদের ৭.২৫ এবং প্রবীণদের ৭.৭৫% রেট সুদ দেবে ব্যাঙ্ক।

৬১ মাস বা তার অধিক সময়য়ের এফডিতে সাধারণ নাগরিকদের ৭ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৫০% সুদ দেওয়া হবে।

৫ বছর মেয়াদের ইন্ডাস ট্যাক্স সেভার স্কিমে সাধারণ গ্রাহকদের ৭.৩৫ এবং প্রবীণ নাগরিকদের ৭.৭৫% সুদের হার দেওয়া হবে।

সঙ্গে থাকুন ➥
X