সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক পর পর দুইবার রেপো রেট কমানোর পথে হেঁটেছে। আর এর প্রভাবে দেশের প্রায় সব ব্যাংক ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) সুদের হার কমিয়ে দিয়েছে। ফলে সাধারণ বিনিয়োগকারীদের রিটার্ন অনেকটাই কমে যাচ্ছে। এই অবস্থায় বিনিয়োগকারীরা দিশেহারা হয়ে পড়ছেন। তবে চিন্তার কারণ নেই। যারা বিনিয়োগ করতে চাইছেন, তাদের জন্য এবার সেরা বিকল্প হিসেবে উঠে আসছে কর্পোরেট এফডি, যেখানে মিলছে উচ্চ সুদের হার।
কী এই কর্পোরেট এফডি?
সূত্র বলছে, যখন কোনো নন ব্যাংকিং ফাইনান্স কোম্পানি বাজার থেকে অর্থ সংগ্রহ করে, তখন তারা সাধারণ মানুষের কাছ থেকে নির্দিষ্ট সময়ের জন্য ডিপোজিট নেয়। আর তার বিনিময়ে নির্দিষ্ট হারে সুদও দেয়। আর এটিই হল কর্পোরেট এফডি বা কোম্পানি ফিক্সড ডিপোজিট। বেশ কিছু সূত্র মারফত জানা গেল, ব্যাংক এফডির মতো এগুলিতে নির্দিষ্ট সময়ের জন্য টাকা রেখে সুদ পাওয়া যায়, আর এখানে সুদের হার অনেকটাই চড়া।
কোন কোম্পানিগুলি সর্বোচ্চ সুদের হার দিচ্ছে?
বেশ কিছু সূত্র খতিয়ে জানা গেল, কিছু নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানিগুলি উচ্চ হারে সুদ প্রদান করছে। যেমন-
Shriram Finance- এই কোম্পানি সাধারণ মানুষের জন্য 8.80% হারে সুদ দিচ্ছে এবং প্রবীণ নাগরিকদের 9.40% হারে সুদ দিচ্ছে। তবে এখানে মেয়াদের সময় সীমা 1 থেকে 5 বছর।
Bajaj Finance- এই কোম্পানিটি সাধারণ নাগরিকদের 8.35% হারে সুদ দিচ্ছে এবং প্রবীণ নাগরিকদের 8.7% হারে সুদ দিচ্ছে। এখানেও বিনিয়োগের মেয়াদ 1 থেকে 5 বছর।
Mahindra Finance- এই কোম্পানিটি সাধারণ নাগরিকদের 8.10% হারে সুদ প্রদান করছে এবং প্রবীণ নাগরিকদের 8.35% হারে সুদ দিচ্ছে। এই কোম্পানিতেও বিনিয়োগের মেয়াদ 1 থেকে 5 বছর।
Muthoot Capital- এই কোম্পানিটি সাধারণ নাগরিকদের 8.38% হারে সুদ দিচ্ছে এবং প্রবীণ নাগরিকদের 8.88% হারে সুদ দিচ্ছে। এখানেও বিনিয়োগের মেয়াদ 1 থেকে 5 বছর।
PNB Housing- এই কোম্পানিটি সাধারণ নাগরিকদের জন্য 8% হারে সুদ দিচ্ছে এবং প্রবীণ নাগরিকদের 8.30% হারে সুদ দিচ্ছে। এখানেও বিনিয়োগের মেয়াদ 1 থেকে 10 বছর।
ICICI Home Finance- এই কোম্পানিটি সাধারণ নাগরিকদের 7.80% হারে সুদ দিচ্ছে এবং প্রবীণ নাগরিকদের 8.05% হারে সুদ দিচ্ছে। এই কোম্পানিতে বিনিয়োগের মেয়াদ 1 থেকে 10 বছর।
LIC Housing Finance- এই কোম্পানিটি সাধারণ নাগরিকদের 7.75% হারে সুদ দিচ্ছে এবং প্রবীণ নাগরিকদের 8% হারে সুদ দিচ্ছে। এই কোম্পানিতে বিনিয়োগের মেয়াদ 1 থেকে 5 বছর।
বিনিয়োগের আগে অবশ্যই দেখে নেবেন
দেখুন, কর্পোরেট কোম্পানিতে বিনিয়োগ করা মানে কিছু ঝুঁকি থেকেই যায়। তবে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত ক্রেডিট রেটিং চেক করুন। CARE, CRISIL বা ICRA-এর দেওয়া AAA, AA+ রেটিং যদি দেখতে পান, তাহলে সেটিকে সর্বোচ্চ নিরাপদ হিসেবে ধরা হয়। এর পাশাপাশি গত কয়েক বছরের লাভ ক্ষতির হিসাব এবং ব্র্যান্ড ভ্যালু বিবেচনা করেই বিনিয়োগ করুন। এছাড়া বিভিন্ন মেয়াদের সুদের হার কেমন, তাও যাচাই করে নিন।
আরও পড়ুনঃ ৫০ টাকা বেড়েছে দাম, এবার বাড়িতে ডেলিভার হবে না LPG সিলিন্ডার! বিপদ বাড়বে আপনারও
কীভাবে বিনিয়োগ করবেন?
বিনিয়োগ করার জন্য প্রথমে নির্ভরযোগ্য একটি কর্পোরেট বা NBFC সংস্থাকে বেছে নিন। এরপর তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ব্রোকার অথবা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের মাধ্যমে আবেদন করুন। এরপর কেওয়াইসি নথিপত্র জমা দিন এবং টাকা জমা দিয়ে এফডি সার্টিফিকেট সংগ্রহ করুন।