সৌভিক মুখার্জী, কলকাতা: চেক জমা দিলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে হলে এতদিন দুই কার্যদিবস পর্যন্ত অপেক্ষা করতে হত। তবে এবার সেই সময়সীমা বদলাতে (Cheque Rules) চলেছে। হ্যাঁ, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করেছে যে, নতুন নিয়মে চেক ক্লিয়ারেন্সে সময় লাগবে মাত্র কয়েক ঘন্টা। এমনকি 2025 সালের 4 অক্টোবর থেকেই এই পরিবর্তন আনা হবে বলে জানা যাচ্ছে।
বলতে যাচ্ছে পুরনো নিয়ম
আগে ব্যাঙ্কে চেক জমা দিলে চেক ট্রাঙ্কেশন সিস্টেমের মাধ্যমে প্রক্রিয়াকরণ হতে হতেই প্রায় ২ দিন সময় লাগত। তবে রিজার্ভ ব্যাঙ্ক এবার সেই নিয়ম বদলাতে চলেছে। এবার কন্টিনিউয়াস ক্লিয়ারিং এন্ড সেটেলমেন্ট অন রিলাইজেশন সিস্টেম চালু হচ্ছে। এর ফলে চেক জমা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই টাকা জমা পড়ে যাবে গ্রাহকদের অ্যাকাউন্টে।
দুই ধাপে আসছে এবার নতুন ব্যবস্থা
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, নতুন সিস্টেম মূলত দুটি ধাপে প্রয়োগ করা হবে। প্রথম ধাপে 4 অক্টোবর, 2025 থেকে 3 জানুয়ারি, 2026 পর্যন্ত আর দ্বিতীয় ধাপে 3 জানুয়ারি, 2026 থেকে শুরু হবে এবং সেই প্রক্রিয়া আরো দ্রুত হবে।
জানা গিয়েছে, সকাল 10:00 থেকে বিকেল 4:00 পর্যন্ত ব্যাঙ্কগুলো চেক স্ক্যান করে ক্লিয়ারিং হাউসে পাঠাবে। আর সকাল 10:00 থেকে সন্ধ্যা 7:00 পর্যন্ত ব্যাঙ্ক চেকটির জন্য পজিটিভ বা নেগেটিভ কনফারমেশন দেবে। পাশাপাশি প্রতিটি চেকের জন্য একটি নির্দিষ্ট আইটেম এক্সপেয়ার টাইম থাকবে, যার মধ্যে ব্যাঙ্ককে ক্লিয়ারেন্স সম্পন্ন করতে হবে।
আরও পড়ুনঃ গুলি ছুঁড়ে স্বাধীনতা দিবস উদযাপন পাকিস্তানে! মৃত ৩, আহত কমপক্ষে ৬০
দ্বিতীয় ধাপে হবে আরো দ্রুত পরিষেবা
উল্লেখ্য, প্রথম ধাপে চেক ক্লিয়ারেন্সের আইটেম এক্সপেয়ার টাইম থাকবে সন্ধ্যা 7:00 পর্যন্ত। তবে দ্বিতীয় ধাপে এটি কমে মাত্র 3 ঘন্টাতে চলে আসবে। অর্থাৎ, চেক জমা দেওয়ার মাত্র 3 ঘন্টার মধ্যেই অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। আর এই পদক্ষেপে দেশের ব্যাঙ্কিং সেক্টরে যে আরও গতি বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি ব্যবসায়ী, চাকরিজীবী বা সাধারণ গ্রাহক, সকলের জন্যই এটি হতে চলেছে বিরাট স্বস্তির খবর।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |