প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: ভারতের সমস্ত বেতনভোগী কর্মচারীদের কাছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (Employees’ Provident Fund Organisation) খুবই গুরুত্বপূর্ণ একটি রিটায়ারমেন্ট বেনিফিট স্কিম। কারণ এই স্কিমের মাধ্যমে ভবিষ্যৎ এ অবসরকালীন নানা সুবিধা পাওয়া যায়। এই স্কিম কর্মচারী এবং নিয়োগকর্তা উভয়কেই প্রতি মাসে মূল বেতন এবং মহার্ঘ্য ভাতার একটা নির্দিষ্ট অংশ জমা করতে হয়। ফলে, চাকরি বদল হলে এক সংস্থা থেকে অন্য সংস্থায় অ্যাকাউন্ট ট্রান্সফার করার প্রয়োজন দেখা দেয়।
EPFO প্রোফাইল আপডেট করুন আরও সহজে
এই EPFO অ্যাকাউন্টে কর্মচারী এবং নিয়োগকর্তা উভয়কেই প্রতি মাসে কর্মীর মূল বেতন এবং মহার্ঘ্য ভাতার একটা নির্দিষ্ট অংশ জমা করতে হয়। ফলে অবসর গ্রহণের পর এই জমা অর্থ পেয়ে যান অ্যাকাউন্ট হোল্ডার। কিন্তু যদি কোনও কারণে ৬০ বছরের আগে অ্যাকাউন্টধারকের মৃত্যু হয় তাহলে জমা অর্থ পেয়ে যান ওই অ্যাকাউন্টধারকের নমিনি। তবে সম্প্রতি জানা গিয়েছে গ্রাহকরা এবার EPFO বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে নিজেদের প্রোফাইল আরও সহজ প্রক্রিয়ায় আপডেট করতে পারবে। দরকার পড়বে না অন্য কারোর সাহায্য। সম্পূর্ণটা জেনে নিন আমাদের আজকের এই প্রতিবেদনে।
আরও পড়ুনঃ পকেটে ঢুকবে অতিরিক্ত ১৭০০০ টাকা, DA নয় তবে এই কর্মীদের একধাক্কায় ৩ গুণ ‘RA’ বৃদ্ধি
জানা গিয়েছে EPFO এর নতুন নিয়ম অনুযায়ী জানা গিয়েছে, নিজের প্রোফাইল আপডেট করে এখন থেকে খুব সহজেই সদস্যরা তাদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পিতা মাতার নামের সংশোধন, স্ত্রীর নাম, এবং চাকরিতে প্রবেশ ও প্রস্থানের তারিখ পরিবর্তন করতে পারবেন। এমনকি এর জন্য কোনও প্রমাণপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। তবে এই আপডেটের সুবিধা সকলের জন্য প্রযোজ্য হবে না। যে সকল গ্রাহকের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা UAN আধার নম্বরের সঙ্গে ভেরিফাই করা হয়েছে একমাত্র তারাই এই আপডেটের সুবিধা পাবে। এবং সমস্ত সমস্যা দ্রুত নিষ্পত্তি ঘটবে। এখন প্রশ্ন হল কীভাবে প্রোফাইল আপডেট করবেন?
প্রোফাইল আপডেটের প্রক্রিয়া
প্রথমে EPFO বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন পোর্টালে যেতে হবে। সেখানে গ্রাহককে UAN, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন করে নিতে হবে। এরপর উপরের মেনুতে থাকা ‘ম্যানেজ’ ট্যাবে ক্লিক করতে হবে। সেখানে মডিফাই বেসিক ডিটেল অপশনে ক্লিক করতে হবে। আর সেখানেই গ্রাহকের নাম, জন্ম তারিখ বা লিঙ্গ সংশোধন করে নিতে পারবেন গ্রাহকেরা। তবে অবশ্যই গ্রাহককে আধার কার্ড অনুযায়ী সঠিক তথ্য প্রদান করতে হবে এবং প্রয়োজনীয় নথি আপলোড করে নিতে হবে। তাহলেই নির্দিষ্ট সময় পর আপডেট হয়ে যাবে এই তথ্য।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |