এবার জাপানেও শুরু হতে চলেছে UPI পরিষেবা, উপকৃত হবেন ভারতীয় পর্যটকরা

Published:

upi in japan
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি সাম্প্রতিক সময়ে জাপান ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? অথচ বিদেশ বিভূঁইয়ে আবার বেশি টাকা নিয়ে যেতেও ভয় পাচ্ছেন? তাহলে আপনার জন্য রইল স্বস্তির খবর। সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই জাপানেও শুরু হয়ে যাবে ভারতের UPI পরিষেবা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

জাপানেও শুরু হচ্ছে UPI পরিষেবা?

জাপানে ভারতীয় পর্যটকদের জন্য আগামী দিনে পেমেন্ট প্রক্রিয়া আরও সহজ হতে চলেছে। অর্থাৎ আর পকেটে তেমন নগদ টাকা না থাকলেও সমস্যা হবে না। এর কারণ ভারতের উন্নয়নশীল ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) এখন জাপানের নির্বাচিত কিছু দোকানে পাওয়া যাবে। এর ফলে ভারতীয় ভ্রমণকারীরা তাদের মোবাইল ফোনে UPI অ্যাপ ব্যবহার করে একটি QR কোড স্ক্যান করে সরাসরি পেমেন্ট করতে পারবেন কোনও সমস্যা ছাড়াই।

আসলে এর লক্ষ্য হল নগদ বা বিদেশী কার্ডের উপর ভ্রমণকারীদের নির্ভরতা কমানো এবং আর্থিক লেনদেন সহজ করা। এই সুবিধা চালু করার জন্য, NPCI ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড (NIPL) জাপানের প্রধান কোম্পানি, NTT DATA জাপানের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে বলে খবর। আর এই চুক্তির আওতায়, NTT DATA-এর বণিক প্রতিষ্ঠানগুলি এখন UPI পেমেন্ট গ্রহণ করবে। NTT DATA জাপানের পেমেন্টস প্রধান মাসানরি কুরিহারা বলেছেন যে জাপানে ভারতীয় পর্যটকরা এখন UPI ব্যবহার করে সহজেই কেনাকাটা করতে পারবেন এবং জাপানি দোকানদারদেরও নতুন গ্রাহক খুঁজে পাওয়া আরও সহজ হবে বৈকি।

আরও সহজ হবে পেমেন্ট প্রক্রিয়া

বিশেষজ্ঞরা বলছেন যে এই উদ্যোগ জাপানের পর্যটন খাতের জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি হবে। ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে ২০৮,০০০ এরও বেশি ভারতীয় পর্যটক জাপান ভ্রমণ করেছেন। এই সুবিধাটি কেবল ভ্রমণকারীদের সহজ এবং নিরাপদ অর্থপ্রদানের বিকল্পগুলিই প্রদান করবে না বরং জাপানি ব্যবসাগুলির জন্য নতুন গ্রাহক অর্জনের পথ খুলে দেবে। এখানে জানিয়ে রাখি, পূর্ব এশিয়ার জাপানে এই প্রথম UPI পরিষেবা শুরু হতে চলেছে। এর আগে, ভারতীয় ভ্রমণকারীরা ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, মরিশাস, পেরু, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, কাতার এবং ভুটানে UPI ব্যবহার করে অর্থপ্রদান করেছেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join