বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রিমিয়াম জমা দেওয়া নিয়ে চিন্তার দিন শেষ! গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা চালু করল ভারতের জনপ্রিয় বীমা সংস্থা LIC। জানা যাচ্ছে, এবার থেকে নির্দিষ্ট তারিখে জীবন বীমার প্রিমিয়াম দেওয়ার জন্য আর LIC এজেন্টের অপেক্ষায় বসে থাকতে হবে না। এখন থেকে চাইলে যেকোনও গ্রাহক বাড়িতে বসেই লাইফ ইন্সুরেন্স কোম্পানির প্রিমিয়াম জমা দিতে পারবেন। কীভাবে? রইল গোটা পদ্ধতি।
নতুন পরিষেবা চালু করল LIC
গ্রাহকদের সমস্যা কমাতে এবার whatsapp নম্বর পরিষেবা চালু করল LIC। সংস্থাটি জানিয়েছে, 8976862090 এই নম্বরে whatsapp করলেই যাবতীয় ডিটেইলস পাঠিয়ে দেওয়া হবে বীমা সংস্থার তরফে। সেখানেই UPI-র মাধ্যমে প্রিমিয়ামের অর্থ জমা করতে পারবেন গ্রাহকরা। সংস্থা জানিয়েছে, এই অনলাইন বিকল্প পরিষেবা গ্রাহকদের অনেকটাই স্বস্তি দেবে। গ্রাহকরা মূলত চ্যাট বটের মাধ্যমে নিজেদের প্রিমিয়াম জমা করতে পারবেন।
কীভাবে কাজ করবে এই whatsapp পরিষেবা?
সংস্থার তরফে দেওয়া তথ্য অনুযায়ী, নির্দিষ্ট whatsapp নম্বরে হাই পাঠাতেই চ্যাট বট সক্রিয় হয়ে যাবে। এরপর গ্রাহকের চ্যাট স্কিনে LIC-র বেশ কয়েকটি বিকল্প আসবে। এরপর গ্রাহক যে পরিষেবাটি পেতে চান অর্থাৎ যে পলিসি প্রিমিয়াম জমা দিতে চান তা বেছে নিলেই ওই চ্যাট কিনে একটি লিঙ্ক পাবেন। এরপর লিংকটিতে ক্লিক করলেই নতুন পেজ ওপেন হবে।
নতুন পৃষ্ঠায় নিজের পলিসি নম্বর লিখুন। পলিসি নম্বর লেখার পর নিজের প্যান কার্ডের ছবি JPG অথবা JPEG ফরম্যাটে আপলোড করুন। এর পরের ধাপে https://www.licindia.in পোর্টালটি ওপেন করুন। আগে থেকে যদি সেখানে যাবতীয় তথ্য নিবন্ধন করা না থাকে সেক্ষেত্রে নতুন আইডির জন্য ক্লিক করুন। এরপরই রেজিস্ট্রেশন করে নিয়ে আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিন।
অবশ্যই পড়ুন: ঘরেই মার খাচ্ছে পাকিস্তান! ৩৯ জায়গায় সেনার ওপর ভয়ঙ্কর হামলা BLA-র
এরপর সেখান থেকেই আপনার LIC অ্যাকাউন্টের মাধ্যমে প্রতি মাসের নির্দিষ্ট সময়ে প্রিমিয়াম জমা করতে পারবেন। এক কথায়, whatsapp নম্বরে হাই পাঠিয়ে সেখান থেকেই প্রিমিয়াম জমা করার মতো সহজ অনলাইন পদ্ধতির দরুণ এবার এজেন্টদের ওপর নির্ভরশীলতা অনেকটাই কমবে গ্রাহকদের।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |