ATM থেকে তুলতে পারবেন প্রভিডেন্ট ফান্ডের টাকা, পরিষেবা শুরুর দিনক্ষণ জানাল শ্রম দফতর

Published on:

epfo

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) এর টাকা সংগ্রহ করতে কম দুর্ভোগ পোহাতে হয় না সকলকে। এতদিন ধরে পিএফের টাকা তুলতে হলে অনলাইনে আবেদন করতে হত। আবার অনেক অসাধু লোকরা কিছুটা টাকার বিনিময়ে পিএফের টাকা তোলার কাজটিও করে দিত। নিজের কষ্টার্জিত প্রভিডেন্ট ফান্ড এর টাকা তুলতে গিয়ে অনেক সময়ই মাথার ঘাম পায়ে ফেলতে হয়। কিন্তু এবার সেই কষ্ট লাঘব হতে চলেছে। আর সেরকমটাই প্রতিশ্রুতি দিচ্ছে সরকার। জানা যাচ্ছে অন্য কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার মতই সহজেই এবার ATM থেকে পিএফ-র টাকা তোলা যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ATM থেকে পিএফ-র টাকা!

কবে থেকে ATM-এর মাধ্যমেই টাকা তুলতে পারবেন এই নিয়ে শ্রম সচিব সুমিতা দাওরা একটি ঘোষণা করেছেন। তিনি বলেছেন, “২০২৫ থেকে EPFO গ্রাহকরা সরাসরি ATM থেকে তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন।” তিনি আরও বলেছেন, “আমরা শীঘ্রই PF ক্লেইম প্রক্রিয়া আরও দ্রুত করার কাজ করছি। EPFO গ্রাহকদের জীবনযাত্রার স্বাচ্ছন্দ্যের উন্নতির জন্য প্রক্রিয়াটিকে আরও সহজতর করার কাজ চলছে।”অন্যদিকে গিগ কর্মীদের সামাজিক সুরক্ষা সুবিধা বাড়ানোর পরিকল্পনা সম্পর্কে দাওরা জানিয়েছেন, গিগ কর্মীদের সুরক্ষার জন্য একাধিক সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র।

কী বলছেন শ্রম সচিব সুমিতা দাওরা?

অন-রোল কর্মীদের মতই এই চুক্তিভিত্তিক কর্মীরা চিকিৎসা স্বাস্থ্য কভারেজ, প্রভিডেন্ট তহবিল এবং অক্ষমতার ক্ষেত্রে আর্থিক সহায়তা পেতে পারেন, তেমন আইন আসতে পারে। ইতিমধ্যেই গিগ এবং প্ল্যাটফর্ম কর্মীদের সামাজিক সুরক্ষা এবং কল্যাণ সুবিধা প্রদানের জন্য এবং একটি কাঠামো প্রস্তাব করার জন্য বিভিন্ন স্টেকহোল্ডারদের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে পিএফ অ্যাকাউন্টে মোট ৭০ মিলিয়ন সক্রিয় অ্যাকাউন্ট রয়েছে। তবে এই ব্যবস্থা যাতে আগামীদিনে আরও সহজ হয় তাই এই ব্যবস্থা করার কথা ভাবছেন তারা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এই কাজকে দ্রুত শেষ করার জন্য একটি বিশেষজ্ঞ দল কাজ করছে। প্রতিটি অ্যাকাউন্ট হোল্ডার যাতে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো একে ব্যবহার করতে পারেন সেজন্যেই এই ব্যবস্থা করা হচ্ছে। প্রতিটি গ্রাহকের কাছে একটি কোড থাকবে সেটিকে ব্যবহার করেই তারা যেকোনও ব্যাঙ্কের এটিএম থেকে নিজের পিএফের টাকা তুলতে পারবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group