আকাশপথ বন্ধ করায় বিরাট ক্ষতি! নিজের বাঁশ নিজেই নিল ভিখারি পাকিস্তান

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আকাশ পথ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে ভারতকে ফাঁপরে ফেলার চেষ্টা করেছিল পাকিস্তান (Pakistan)! তবে ঘটেছে উল্টোটা। ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে নিজের জালে নিজেই ধরা পড়ল ইসলামাবাদ। খোঁজ নিয়ে জানা গেল, ভারতের আর্থিক ক্ষতি করতে গিয়ে নিজেদের কয়েকশো কোটির ক্ষতি করতে বসেছে শেহবাজ শরীফ সরকার। সূত্রের খবর, আকাশপথে ভারতের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে অসামরিক বিমান চলাচলের রাজস্ব আদায় থেকে বঞ্চিত হতে চলেছে পাকিস্তান।

কীভাবে ক্ষতির মুখে পাকিস্তান?

সাধারণ হিসাব অনুযায়ী, কোনও দেশের আকাশ পথ ব্যবহার করার ক্ষেত্রে বিমান সংস্থাগুলি সে দেশের সরকারকে ভাড়া দেয়। ফলত, এতদিন ভারতীয় বিমান সংস্থার বিমানগুলি পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ায় মোটা অঙ্কের লাভ ঘরে তুলতো পাকিস্তান। তবে আপাতত নিজেদের সিদ্ধান্তে সেই রাস্তা বন্ধ করেছে পাক সরকার। পাকিস্তান বেঁকে বসায় ভারতীয় বিমানগুলি ঘুরপথে গন্তব্যে পৌঁছে যাচ্ছে, যার কারণে বিপুল পরিমাণ শুল্ক থেকে বঞ্চিত হচ্ছে ইসলামাবাদ।

বিরাট ক্ষতি হবে পাকিস্তানের

আকাশ পথে নিষেধাজ্ঞা জারি করায় ভারতীয় বিমান গুলি অন্য পথ দিয়ে বেরিয়ে যাচ্ছে। যার জেরে আদতে ক্ষতির মুখে পড়েছে পাকিস্তান। সম্প্রতি নেট দুনিয়ার এক বিচক্ষণ নাগরিক এক্স হ্যান্ডেলে দাবি করেছেন, ভারতের ওপর আকাশ পথ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করায় বিমান সংস্থাগুলির কাছ থেকে কয়েক কোটি মার্কিন ডলার হাতছাড়া হচ্ছে পাকিস্তানের। যা বর্তমান বিশ্বে বোকামো ছাড়া আর কিছুই নয় বলেই মন্তব্য করেছেন নরেন মেনন নামের ওই ব্যক্তি।

অবশ্যই পড়ুন: ISL থেকে সুপার কাপ, মোহনবাগানের সাফল্যের রহস্য কী? ফাঁস হল সব

আগেও নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে পাকিস্তান

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম দাবি করছে, 2019 সালের জুলাইয়ে পুলওয়ামা হামলার পর আকাশ পথ ব্যবহারের ক্ষেত্রে ভারতের বিরুদ্ধে একই পথে হেঁটেছিল পাকিস্তান। জানা যায়, সেই সময়ে প্রতিদিন প্রায় 400 বিমান পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে ঘুর পথে গন্তব্যে পৌঁছেছিল। বিশেষজ্ঞ মহলের দাবি, পাকিস্তানের ভুল সিদ্ধান্তের কারণে সেবার কমপক্ষে 100 মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছিল পশ্চিম দিকের দেশ পাকিস্তানের। বলা বাহুল্য, 2019 সালে এক প্রকার বুদ্ধিহীনতার পরিচয় দিয়ে প্রতিদিন কমপক্ষে 2 লাখ 32 হাজার মার্কিন ডলার হাতছাড়া হয়েছে পাকিস্তানের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥