সহেলি মিত্র, কলকাতাঃ কখনও ভেবেছিলেন, শুধুমাত্র মিসড কলের মাধ্যমে ইউপিআই পেমেন্ট (UPI Payment) হয়ে যাবে? শুধু না তো? কিন্তু এবার তা সহজ। আর এই অসাধ্য সাধণ হবে UPI-এর মাধ্যমে। শুধু তাই নয়, বিনা ইন্টারনেটে শুধুমাত্র মিসড কলের মাধ্যমে আপনি ইউপিআই পে করতে সক্ষম হবেন। নিশ্চয়ই ভাবছেন কীভাবে? চলুন জেনে নেবেন।
এবার মিসড কলের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন
বর্তমান সময়ে সিংহভাগ মানুষ নগদ টাকা আর কাছে রাখেন না। কারণ ফোনেই তো রয়েছে টাকা, অর্থাৎ ফোনে UPI অ্যাপ থাকলে পেমেন্ট করা নিয়ে কোনও সমস্যাই নয়। এখন সে বড় হোক বা গুমটির দোকান, সব জায়গাতেই আপনি স্ক্যানার দেখতে পাবেন, যেখানে স্ক্যান করে আপনি কয়েক সেকেন্ডে পেমেন্ট করে দিতে পারবেন। কিন্তু এমন কিছু জায়গা রয়েছে যেখানে ফোনের নেটওয়ার্ক বা ইন্টারনেট ডাউন হয়ে যায়, এদিকে কাছে নগদ টাকা না থাকলে সমস্যা দেখা দেয়। তবে এবার সেই সমস্যা আর থাকবে না। এহেন পরিস্থিতিতে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক (IOB) একটি বড় পদক্ষেপ নিয়েছে। এখন, স্মার্টফোন বা ইন্টারনেট ছাড়াই, আপনি শুধুমাত্র একটি মিসড কল এবং ভয়েস কমান্ডের মাধ্যমে UPI ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। চালু হয়েছে UPI 123Pay পরিষেবা।
UPI 123Pay সিস্টেম কী?
UPI 123Pay হল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) এর একটি উদ্যোগ যা ফিচার ফোনে UPI লেনদেন করার অ্যাক্সেস দেয়। এটি এমন একটি সিস্টেম যা ফিচার ফোন ব্যবহারকারীদের ডিজিটাল পেমেন্ট করার সুযোগ দেয়। আপনার কেবল দুটি জিনিসের প্রয়োজন: আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত আপনার মোবাইল নম্বর এবং কল করতে পারে এমন একটি ফিচার ফোন। কেবল কল করুন এবং টাকা পাঠান এবং গ্রহণ করুন, অথবা ইন্টারনেট সংযোগ ছাড়াই আপনার ব্যালেন্স চেক করুন।
কীভাবে কাজ করবে UPI 123Pay ?
১) UPI 123Pay ব্যবহার করা সহজ। এর জন্য আপনার ফোন থেকে 08045163666 নম্বরে কল করুন।
২) তারপর আপনার ভাষা নির্বাচন করুন
৩) তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করুন (প্রথমবার ব্যবহারকারীদের জন্য)
৪) এর পরে আপনি “Send Money” অথবা “Check Balance”-এর মতো বিকল্পগুলি বেছে নিতে পারেন।
৫) টাকা পাঠাতে মোবাইল নম্বর, UPI আইডি অথবা ব্যাঙ্কের বিবরণ লিখুন।
৬) Amount টাইপ করুন।
৭) UPI পিন এন্ট্রি করিয়ে লেনদেন সম্পূর্ণ করুন।
৮) কনফার্ম মেসেজ পাওয়ার পর কলটি শেষ করুন।
৯) কোনও ইন্টারনেট বা অ্যাপের প্রয়োজন নেই। সবকিছুই ভয়েস কলের মাধ্যমে হবে।












