বয়স ৮০ পেরোলেই আরও বেশি পেনশন দেবে কেন্দ্র সরকার! লটারি লাগল অবসরপ্রাপ্ত কর্মীদের

Published on:

pension scheme

প্রীতি পোদ্দার, নয়া দিল্লিঃ: অবসরের পর কী ভাবে চলবে সংসার এই নিয়ে সারাক্ষণ চিন্তায় মগ্ন থাকেন সকলে। আর এই আশঙ্কার ভয় বেড়ে যায় চাকরি জীবনের মাঝামাঝিতে পৌঁছে। তাইতো ৬০ বছরের পর মোটা টাকা পেনশন পেতে হলে আগে থেকে পরিকল্পনার প্রয়োজন রয়েছে। আর তাই পেনশনভোগীদের সুবিধার কথা মাথায় রেখেই এবার বড় উদ্যোগ নিল পেনশন ও পেনশনভোগী কল্যাণ মন্ত্রক।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পেনশনকারীদের জন্য নয়া চমক

সম্প্রতি ডিপার্টমেন্ট অব পেনশন অ্যান্ড পেনশনারস ওয়েলফেয়ার অর্থাৎ পেনশন ও পেনশনভোগী কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে যে কেন্দ্রীয় সরকার এখন থেকে পেনশনভোগীদের বয়স ৮০ বছর বয়স পেরোলেই বাড়তি পেনশনের সুবিধে দেবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ৮০ বা তার বেশি বয়সীরা এবার থেকে বাড়তি পেনশন পাবেন। এই অতিরিক্ত সুবিধার নাম দেওয়া হয়েছে কৃপা ভাতা বা কমপ্যাসনেট অ্যালাওয়েন্স হিসেবে। এই অতিরিক্ত পেনশনের সুবিধে যাতে দেশের সমস্ত কেন্দ্র সরকারি অবসরপ্রাপ্ত কর্মীরা সঠিকভাবে পান, তার জন্য মন্ত্রকের পক্ষ থেকে সমস্ত বিভাগ ও পেনশন বণ্টনকারী ব্যাঙ্কগুলিকে নির্দেশনামা জারি করা হয়েছে।

মন্ত্রকের সর্বশেষ অফিস মেমোরান্ডাম অনুযায়ী জানা গিয়েছে কেন্দ্র সরকারের পেনশনভোগী যে সমস্ত ব্যক্তির বয়স ৮০ বছর হয়ে গিয়েছে, সেই দিন থেকেই বাড়তি পেনশন পেতে শুরু করবেন। যেমন কোনো পেনশনভোগী ব্যক্তি যদি ১৯৪২ সালের ২০ আগস্ট জন্মগ্রহণ করে থাকেন, তাহলে ২০২২ সালের ১ আগস্ট থেকেই তিনি অতিরিক্ত পেনশন পেতে শুরু করবেন। তাহলে বোঝাই যাচ্ছে যে অতিরিক্ত পেনশনের হার মূলত বয়সসীমা এবং ইনক্রিমেন্টের হারের উপর নির্ভর করে রয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বয়সসীমা অনুযায়ী পেনশনের হার!

নির্দেশিকা অনুযায়ী জানা গিয়েছে, ৮০ থেকে ৮৫ বছরের মধ্যে বয়স হলে ওই ব্যক্তির বেসিক পেনশনের ২০ শতাংশ অতিরিক্ত পেনশন হিসেবে পাবেন। ৮৫ থেকে ৯০ বছরের মধ্যে বয়স যাদের তারা বেসিক পেনশনের ৩০ শতাংশ বাড়তি পেনশন হিসেবে পাবেন। ৯০ থেকে ৯৫ বছর বয়সীদের জন্য বেসিক পেনশনের ৪০ শতাংশ অতিরিক্ত পেনশন পাওয়া যাবে। ৯৫ থেকে ১০০ বছর বয়সীদের ক্ষেত্রে বেসিক পেনশনের ৫০ শতাংশ মিলবে বাড়তি হিসেবে। এবং ১০০ বা তার বেশি বয়সীদের জন্য বেসিক পেনশনের ১০০ শতাংশ অর্থাৎ দ্বিগুণ বেসিক পেনশন পাবেন পেনশনভোগী ব্যক্তি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group