সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতিদিনের মতো আজও ঠিক সকাল ৬টা বাজতেই দেশের তেল উৎপাদন সংস্থাগুলি পেট্রোল এবং ডিজেলের নয়া দাম (Petrol and Diesel Price) প্রকাশ করেছে। কিন্তু আজকের দামে দেখা যাচ্ছে বিশেষ চমক। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও দেশের অনেক শহরে আজ পেট্রোল-ডিজেলের দাম অনেকটাই বেড়েছে। কোথাও আবার সামান্য কমেছেও। তাই সাধারণ মানুষের দৈনন্দিন বাজেটে পড়তে চলেছে আবারো প্রভাব।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও দেশের বাজারে বাড়লো!
গত ২৪ ঘন্টায় বৈশ্বিক বাজারে অপরিশোধিত দলের দাম অনেকটাই কমেছে। হ্যাঁ, ব্রেন্ট ক্রুডের দাম নেমে এসেছে ৬৪.১৮ মার্কিন ডলার প্রতি ব্যারেলে। এদিকে WTI এর দাম কমে দাঁড়িয়েছে ৬১.৫৫ মার্কিন ডলার প্রতি ব্যারেল। তবে অবাক করার বিষয়, দেশের অনেক শহরে আজ পেট্রোল-ডিজেলের দাম ঊর্ধ্বগতিতে ঠেকেছে।
বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, এর পিছনে এক্সসাইজ ডিউটি, ডিলার কমিশন, ভ্যাট এবং অন্যান্য চার্জের প্রভাব রয়েছে। শুধু তাই নয়, চলতি মাসের শুরুতেই সরকার পেট্রোল এবং ডিজেলের উপর ২ টাকা করে আমদানি শুল্ক বাড়িয়েছিল। যার প্রভাব দেশের পেট্রোল-ডিজেলের বাজারে পড়ছে।
কোন শহরে কত দাম?
আজ নয়া নির্ধারিত দাম অনুযায়ী বিভিন্ন শহরে পেট্রোল-ডিজেলের দামে তারতম লক্ষ্য করা যাচ্ছে। যেমন-
১) কলকাতায় আজ পেট্রোলের দাম ১০৪.৯৫ টাকার প্রতি লিটার এবং ডিজেলের দাম ৯১.৭৬ টাকা প্রতি লিটার।
২) চেন্নাইতে আজ পেট্রোলের দাম ১০০.৭৬ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৯২.৩৫ টাকা প্রতি লিটার।
৩) মুম্বাইতে পেট্রোলের দাম ১০৩.৪৪ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৮৯.৯৭ টাকা প্রতি লিটার।
৪) দিল্লিতে পেট্রোলের দাম ৯৪.৭২ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৮৭.৮২ টাকা প্রতি লিটার।
৫) বিহারে পেট্রোলের দাম ১০৫.৬০ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৯২.৪৩ টাকা প্রতি লিটার।
৬) গাজিয়াবাদে পেট্রোলের দাম ৯৪.৭০ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৮৭.৮১ টাকা প্রতি লিটার।
৭) নয়ডাতে আজ পেট্রোলের দাম ৯৪.৮৭ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৮৯.০১ টাকা প্রতি লিটার।
আরও পড়ুনঃ হাওড়া সহ ৪ ডিভিশনে মদ্যপ অবস্থায় ট্রেন চালাচ্ছেন ২৭২ লোকো পাইলট! পূর্ব রেলে হইচই
প্রতিদিনই বদলাচ্ছে তেলের দাম…
অনেকেই হয়তো জানেন না, প্রতিদিন ঠিক সকাল ৬টা থেকে দেশের পেট্রোল-ডিজেলের নতুন নাম কার্যকর হয়। হ্যাঁ, আর এর পিছনে রয়েছে এক জটিল কাঠামো। যেখানে মূল তেলের দামের সঙ্গে যুক্ত হয় কেন্দ্রীয় সরকারের এক্সসাইজ ডিউটি, ডিলার কমিশন, ভ্যাট এবং অন্যান্য চার্জের অঙ্ক। অনেক সময় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও দেশের বাজারে তার কোন ছাপ পড়ে না। আর তেমনটাই দেখা গেল আজ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |