বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড়সড় আপডেট সামনে এসেছে। সূত্রের খবর, যে সকল কর্মচারীরা নিজেদের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের সাথে আধার নম্বর লিঙ্ক (Aadhaar Link) করেননি চলতি সপ্তাহে তাদের শেষ সুযোগ দিচ্ছে কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা অর্থাৎ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। মূলত কর্মচারীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে EPF প্রকল্পের সুবিধা তুলে দিতে শেষ বারের মতো UAN ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের সাথে আধার নম্বর লিঙ্ক করার সময়সীমা বাড়িয়েছে EPFO।
EPF প্রকল্পের সুবিধা পেতে নির্দিষ্ট সময়ের মধ্যে আধার লিঙ্ক করুন
সকল যোগ্য কর্মচারীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে তাঁরা যাতে প্রভিডেন্ট ফান্ড প্রকল্পের সুবিধা পেতে পারেন সেজন্য বহুবার UAN ও নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার নম্বর লিঙ্ক করার সময়সীমা বাড়িয়েছিল EPFO। চলতি মাসেও সেই একই পথে হাঁটছে সংস্থাটি। তবে এবার ভারতীয় কর্মচারীদের আধার নম্বর লিঙ্ক করার অন্তিম সুযোগ রয়েছে।
বেশ কিছু রিপোর্ট মারফত খবর, EPF সদস্যরা যাতে প্রভিডেন্ট ফান্ডের যাবতীয় পরিষেবাগুলি সহজে পেতে পারেন সেজন্য আধার নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে EPFO। জানা যাচ্ছে, আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে কর্মীরা যদি UAN ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার নম্বর লিঙ্ক করে উঠতে না পারেন সেক্ষেত্রে যথেষ্ট সমস্যায় পড়তে হবে তাদের। হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ডের যাবতীয় বাড়তি সুবিধা পেতে হলে 5 দিনের মধ্যে এই গুরুত্বপূর্ণ কাজটি করে ফেলতে হবে গ্রাহকদের।
UAN কী?
UAN আসলে সরকারি ও বেসরকারি কর্মীদের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর। EPFO বলছে, এই UAN একবার বন্ধ হয়ে গেলে প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত যাবতীয় কাজকর্ম বন্ধ হয়ে যেতে পারে। UAN মূলত 12 ডিজিটের নম্বর যা চাকরি পরিবর্তন করলেও একই থাকে। এই 12 সংখ্যার ইউনিভার্সাল নম্বর ব্যবহার করে কর্মীরা পিএফ অ্যাকাউন্ট স্থানান্তর থেকে শুরু করে ব্যাঙ্ক ব্যালেন্স চেক, স্টেটমেন্ট ডাউনলোড, অগ্রিম আবেদন ও EPFO সংক্রান্ত যাবতীয় কাজ অনলাইনে করতে পারবেন।
কীভাবে EPFO চালু করবেন?
কর্মীদের UAN নম্বর সক্রিয় থাকলে পিএফ অ্যাকাউন্ট সম্পর্কিত যাবতীয় কাজ যেমন, ব্যালেন্স চেক, পাসবুক আপডেট, পাস বুক ডাউনলোড থেকে শুরু করে অ্যাকাউন্ট পরিচালনা ও টাকা উত্তোলনসহ অ্যাকাউন্ট স্থানান্তরের কাজ করতে পারবেন। তাই সবার প্রথমে UAN ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের সাথে আধার নম্বর লিঙ্ক করা প্রয়োজন। সেক্ষেত্রে সকল প্রভিডেন্ট ফান্ড গ্রাহককে 15 ফেব্রুয়ারির মধ্যে আধার নম্বর লিঙ্ক করার কাজ শেষ করতে হবে।
আরও পড়ুন: এক ধাক্কায় ৩০ টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধি মেট্রোর, মাথায় হাত যাত্রীদের
সম্পূর্ণ অনলাইন মাধ্যমে EPFO চালু করতে হলে সবার প্রথমে EPFO-র অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। ওয়েবসাইটে ঢোকার পর ‘Active UAN’ নামক একটি বিকল্প পাবেন। সেটিতে ক্লিক করলেই আপনার সামনে একটি বক্স ওপেন হবে, তাতে নিজের UAN, জন্ম তারিখ, মোবাইল নম্বর দিয়ে ক্যাপচা পূরণ করার পর ‘Get Authorization PIN’ অপশনে ক্লিক করুন। এরপর ফোনে আসা OTP দিয়ে সাবমিট করলেই UAN সক্রিয় হয়ে যাবে। সেই সাথে EPF ব্যবহারকারী হিসেবে একটি আইডি ও পাসওয়ার্ড পেয়ে যাবেন। পরবর্তীতে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করেই পিএফ সংক্রান্ত যাবতীয় স্ট্যাটাস চেক করতে পারবেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |