সহেলি মিত্র, কলকাতাঃ এবার এফডি করে ভালো টাকা রিটার্ন পাওয়ার দিন শেষ। কারণ বিগত বেশ কিছু সময় ধরে একের পর এক ব্যাঙ্ক নিজেদের FD বা ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) রেটের সুদ কমিয়েছে। আর জেরে মহা বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। তবে এখানেই শেষ নয়, দেশের আরও এক প্রথম সারির ব্যাঙ্ক নিজেদের এফডি রেটে সুদের হার কমানো সিদ্ধান্ত নিয়েছে। আর সেই ব্যাঙ্কটি হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)। আপনারও কি এই ব্যাঙ্কে এফডি করানো? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
সুদের হার কমাল PNB
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সুদের হার কমানোর পর, ব্যাংকগুলিও এফডি-তে সুদ কমাচ্ছে । এর সরাসরি প্রভাব পড়ছে এফডি করা গ্রাহকদের উপর। গ্রাহকরা এখন আগের তুলনায় এফডিতে কম সুদ পাচ্ছেন।এটা কেবল সুদের হার কমানোর বিষয় নয়। এসবিআই এবং ব্যাংক অফ ইন্ডিয়া সহ অনেক ব্যাংক তাদের বিশেষ এফডি স্কিম বন্ধ করে দিয়েছে। এই বিশেষ এফডি স্কিমে, সুদের হার সাধারণ এফডির তুলনায় কিছুটা বেশি ছিল। এর মানে হল গ্রাহকরা আগে বেশি রিটার্ন পেতেন। যাইহোক, এবার সেই তালে তাল মিলিয়েছে পিএনবিও। ফলে মহাফাঁপড়ে পড়েছেন সাধারণ মানুষ।
কতটা সদের হার কমাল ব্যাঙ্ক?
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নির্দিষ্ট মেয়াদের স্থায়ী আমানতের (এফডি) সুদের হার কমিয়েছে। এই পরিবর্তনগুলি সেইসব এফডির ক্ষেত্রে প্রযোজ্য হবে যেখানে জমাকৃত পরিমাণ ৩ কোটি টাকার কম। এই পরিবর্তনের পর, পিএনবি ৭ দিন থেকে ১০ বছর মেয়াদী এফডিতে সাধারণ নাগরিকদের ৩.৫০% থেকে ৭.১০% পর্যন্ত সুদ দেবে। ৩৯০ দিনের এফডিতে সর্বোচ্চ সুদ পাওয়া যাবে যা ৭.১০% হবে। আগে ব্যাংকটি ৪০০ দিনের এফডিতে সর্বোচ্চ ৭.২৫% সুদ দিচ্ছিল। নিচে রইল সম্পূর্ণ তালিকা।
৭ দিন থেকে ১৪ দিন- সাধারণ নাগরিকের জন্য- ৩.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৪.০০ শতাংশ
১৫ দিন থেকে ২৯ দিন- সাধারণ নাগরিকের জন্য- ৩.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৪.০০ শতাংশ
৩০ দিন থেকে ৪৫ দিন- সাধারণ নাগরিকের জন্য – ৩.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৪.০০ শতাংশ
৪৬ দিন থেকে ৬০ দিন- সাধারণ নাগরিকের জন্য – ৪.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৫.০০ শতাংশ
৬১ দিন থেকে ৯০ দিন- সাধারণ নাগরিকের জন্য – ৪.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৫.০০ শতাংশ
৯১ দিন থেকে ১৭৯ দিন- সাধারণ নাগরিকের জন্য – ৫.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৬%
১৮০ দিন থেকে ২৭০ দিন- সাধারণ নাগরিকের জন্য – ৬.২৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৬.৭৫ শতাংশ
২৭১ দিন থেকে ২৯৯ দিন- সাধারণ নাগরিকের জন্য- ৬.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৭%
৩০০ দিন: সাধারণ নাগরিকের জন্য – ৬.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৭ শতাংশ
৩০১ দিন থেকে ৩০২ দিন -সাধারণ নাগরিকের জন্য ৬.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৭%
৩০৩ দিন – সাধারণ নাগরিকের জন্য ৬.৪০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৬.৯০ শতাংশ
৩০৪ দিন থেকে এক বছরের কম – সাধারণ নাগরিকের জন্য ৬.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৭.০০ শতাংশ
১ বছর: সাধারণ নাগরিকের জন্য– ৬.৮০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৭.৩০%
১ বছরের বেশি থেকে ৩৮৯ দিন- সাধারণ নাগরিকের জন্য – ৬.৮০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৭.৩০%
৩৯০ দিন: সাধারণ নাগরিকের জন্য- ৭.১০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৭.৬০ শতাংশ
৪০০ দিন: সাধারণ নাগরিকের জন্য – ৭.১০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৭.৬০ শতাংশ
৪০১ দিন থেকে ৫০৫ দিন- সাধারণ নাগরিকের জন্য- ৬.৮০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৭.৩০%
৫০৬ দিন – সাধারণ নাগরিকের জন্য– ৬.৭০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৭.২০%
৫০৭ দিন থেকে ২ বছর- সাধারণ নাগরিকের জন্য- ৬.৮০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৭.৩০%
২ বছরের বেশি থেকে ৩ বছরের বেশি- সাধারণ নাগরিকের জন্য – ৬.৭৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৭.২৫%
তিন বছরের বেশি এবং সর্বোচ্চ ১২০৩ দিন – সাধারণ নাগরিকের জন্য ৬.২৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৬.৭৫%
১২০৪ দিন – সাধারণ নাগরিকের জন্য– ৬.৪০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৬.৯০ শতাংশ
১২০৫ দিন থেকে ৫ বছর – সাধারণ নাগরিকের জন্য – ৬.১৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৬.৭৫ শতাংশ
৫ বছর থেকে ১৮৯৪ দিন – সাধারণ নাগরিকের জন্য- ৬.০০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৬.৮০ শতাংশ
১৮৯৫ দিন –সাধারণ নাগরিকের জন্য– ৫.৮৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৬.৬৫%
৫ বছর থেকে ১০ বছর- সাধারণ নাগরিকের জন্য- ৬.০০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৬.৮০ শতাংশ।
আরও পড়ুনঃ বন্ধ হবে বিনামূল্যে রেশন দেওয়া? রাজ্যগুলিকে চরম ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
কেন সুদের হার কমেছে?
এপ্রিল মাসে, রিজার্ভ ব্যাংক সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছিল। তার মানে রেপো রেট কমানো হয়েছে। এর ফলে ব্যাংকগুলি এফডি সহ অন্যান্য অনেক বিনিয়োগ প্রকল্পের সুদ কমিয়ে দেয়। তবে, এই সময়ের মধ্যে ব্যাংক থেকে ঋণ নেওয়া সস্তা হয়ে যায়। রিজার্ভ ব্যাংকের এই কর্তনের পর, এফডির সুদের হার কমে গেছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |