হোম, কার ও এডুকেশন লোনে বিরাট ছাড়! দারুণ স্কিম চালু করল PNB

Published on:

PNB Nirmaan 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য বিরাট উপহার নিয়ে হাজির হয়েছে। হ্যাঁ, পিএনবি নির্মাণ 2025 (PNB Nirmaan 2025) নামের একটি রিটেইল লোন ক্যাম্পেইন চালু করেছে এই ব্যাঙ্ক। আসলে এই স্কিমের মাধ্যমে আপনি খুব সহজে ও খুব কম খরচে পাবেন হোম লোন, গাড়ি কেনার লোন বা সন্তানের উচ্চশিক্ষার জন্য এডুকেশন লোন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, এই ক্যাম্পেইনটি একটি সীমিত সময়ের জন্যই চালু করা। যেখানে সুদের হারে ছাড় থেকে শুরু করে একাধিক চার্জ একেবারে মুকুব করে দেওয়া হয়েছে। কিন্তু কীভাবে পাবেন এই লোন? কারা কারা পাবেন? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।

বাড়ি, গাড়ি, পড়াশোনা সব কিছুতেই মিলবে লোন

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এই স্কিমে থাকছে প্রধান তিনটি সুবিধা। প্রথমত প্রসেসিং ও ডকুমেন্টেশন চার্জ একদমই থাকছে না। হ্যাঁ, নতুন হোম লোন বা কার লোন নেওয়ার ক্ষেত্রে কোনোরকম অতিরিক্ত চার্জ লাগবে না। দ্বিতীয়ত, অন্য কোন ব্যাঙ্ক থেকে পিএনবিতে হোম লোন ট্রান্সফার করতে হলে কোনো NEC, লিগাল ও ভ্যালুয়েশন ফি দেওয়া লাগবে না। শুধু তাই নয়, হোম লোন, কার লোন বা এডুকেশন লোনে 5 বেসিস পয়েন্ট হারে অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

পিএনবির নতুন সুদের হার

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের MCLR হার নিয়ে যেতে কথা বলি, তাহলে ওভারনাইটের জন্য 8.40%, 1 মাসের জন্য 8.50%, 3 মাসের জন্য 8.70%, 6 মাসের জন্য 8.90%, 1 বছরের জন্য 9.05% এবং 3 বছরের জন্য 9.35% হারে সুদ দিতে হবে। জানিয়ে রাখি, এই সুদের হার 1 এপ্রিল, 2025 থেকে কার্যকর হয়েছে।

এবার যদি RLLR হার নিয়ে কথা বলি, তাহলে সম্প্রতি এই ব্যাঙ্ক RLLR কমিয়ে 8.65% নিয়ে এসেছে, যা আগে ছিল 8.90%। পাশাপাশি জেনে রাখা ভালো, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান রেপো রেট 6% এবং ব্যাঙ্কের মার্কআপ 2.65%।

RLLR কী?

RLLR বা Repo Linked Lending Rate হলো এমন একটি সুদের হার, যা কিনা সরকারী রিজার্ভ ব্যাঙ্ক নির্ধারিত রেপো রেটের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। আর এর ফলে সুদের হারে স্বচ্ছতা আসে এবং বাজার পরিস্থিতি অনুযায়ী এই হার পরিবর্তন করা যায়।

কীভাবে আবেদন করবেন?

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এই লোন পেতে গেলে আপনাকে খুব বেশি ঝামেলা পোহাতে হবে না। দুটি উপায়ে আপনি আবেদন করতে পারেন। প্রথমত, নিকটবর্তী কোন পিএনবির শাখায় গিয়ে সেখানে সমস্ত ডকুমেন্ট জমা দিয়ে আবেদন করতে পারেন। দ্বিতীয়ত, PNB One মোবাইল অ্যাপ বা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকের পর সেরা ৫টি স্কলারশিপ! মিলবে মোটা স্টাইপেন্ড, যে কেউ করতে পারে আবেদন

ডিজিটাল পদ্ধতিতে আবেদন করলে প্রক্রিয়াটি আরও দ্রুত হয়। এখানে কাগজপত্র জমা দেওয়া, যাচাই অনুমোদন, সবকিছু ডিজিটাল ফরম্যাটেই হয়ে যায়। তাই যদি আপনার হোম লোন, কার লোন বা এডুকেশন লোনের প্রয়োজন হয়, তাহলে আজই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এই অফার লুফে নিন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group