উৎসবের মরসুমে ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল PNB, বিনিয়োগ করলে হবে মোটা লাভ

Published on:

punjab national bank

শ্বেতা মিত্র, কলকাতা টাকা জমিয়ে ভালো রিটার্ন পেতে বেশিরভাগ মানুষ FD বা ফিক্সড ডিপোজিটের দিকে ঝোঁকেন। এমনিতে যত সময় এগোচ্ছে মানুষ ততই FD বা ফিক্সড ডিপোজিট করার দিকে যেন ঝুঁকতে শুরু করেছেন। টাকা জমানোর ক্ষেত্রে এখন সিংহভাগ মানুষের প্রথম পছন্দ হয়ে উঠছে এই এফডি ব্যবস্থা। এদিকে সাধারণ মানুষের মধ্যে এর জনপ্রিয়তা দেখে দেশের বড় বড় সরকারি থেকে বেসরকারি ব্যাঙ্কগুলি কে কত সুদ দিতে পারে সেই নিয়ে লড়াইয়ে লিপ্ত হয়েছে রীতিমতো। তবে দেশে এমন এক ব্যাঙ্ক রয়েছে যে কিনা এফডির ওপর ৮.০৫ শতাংশ অবধি সুদ দিচ্ছে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি।

FD -তে ৮.০৫ শতাংশ সুদ দিচ্ছে পাঞ্জাব ব্যাঙ্ক

এখন আপনারা এসে ভাবছেন যে এত শতাংশ সুদ কোন ব্যাঙ্ক দিচ্ছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির উপর। জানা গিয়েছে, দীপাবলীর আবহে এফডিতে নিজেদের সুদের হারে ব্যাপক রকমের পরিবর্তন ঘটিয়েছে দেশের অন্যতম বড় ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। হ্যাঁ ঠিকই শুনেছেন।

আসলে ব্যাঙ্কের তরফে যে তালিকা পেশ করা হয়েছে সেটা অনুযায়ী, আপনি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনি ৭. ৭৫% হারে সুদ পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি সুপার সিনিয়র সিটিজেন হন তাহলে আপনি ৮. ০৫% হারে সুদ পেয়ে যেতে সক্ষম হবেন।

কতদিনের মেয়াদে কত সুদ দিচ্ছে ব্যাঙ্ক?

জানা গিয়েছে, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের জন্য ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হার ৩.৫০% থেকে ৭.২৫% পর্যন্ত অফার করছে। প্রবীণ নাগরিকদের জন্য ব্যাঙ্ক ৪% থেকে ৭.৭৫% এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য ৪.৩০% থেকে ৮.০৫% পর্যন্ত সুদের হার অফার করছে। সর্বোচ্চ সুদের হার ৭.২৫%, ৭.৭৫% এবং ৮.০৫% ৪০০ দিনের মেয়াদে দেওয়া হয়। ২০২৪ সালের ১ অক্টোবর থেকে এই হার কার্যকর হবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥