বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিরাপদ বিনিয়োগ এবং মোটা রিটার্নের ক্ষেত্রে ভারতীয়দের ভরসার জায়গা ইন্ডিয়ান পোস্ট অফিস। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ভারতীয় ডাকঘরে এমন একাধিক স্কিম রয়েছে যেখানে বিনিয়োগ করে ভবিষ্যতে আর অর্থের চিন্তা করতে হয় না বিনিয়োগকারীদের।
বার্ষিক 7.5 শতাংশ থেকে 8.2 শতাংশের আকর্ষণীয় সুদের পাশাপাশি কর ছাড়ের সুবিধা রয়েছে ভারতীয় পোস্ট অফিসের স্কিমগুলিতে। কিন্তু এত স্কিমের মধ্যে কোনটা আপনার জন্য সেরা (Post Office Best Sechems)? আজকের প্রতিবেদনে রইল সবচেয়ে লাভজনক 5 স্কিম। যেখানে বিনিয়োগ করে মেয়াদ শেষে মোটা টাকা ঘরে তুলতে পারবেন গ্রাহক।
পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম
ভারতীয় পোস্ট অফিসের অন্যতম জনপ্রিয় এবং লাভজনক স্কিম FD স্কিম। এই স্কিমে একজন যোগ্য বিনিয়োগকারী 1 বছর, 2 বছর, 3 বছর অথবা 5 বছরের জন্য বিনিয়োগ করতে পারেন। বলা বাহুল্য, কোনও গ্রাহক যদি এই স্কিমে 5 বছরের জন্য বিনিয়োগ করেন সেক্ষেত্রে তিনি বার্ষিক 7.5 শতাংশ সুদ পেয়ে যাবেন। এছাড়াও ভারতীয় পোস্ট অফিসের FD স্কিমে আয়কর ধারা 80C এর অধীনে কর ছাড় পাওয়া যায়। কাজেই, নিরাপদ বিনিয়োগ এবং মেয়াদ শেষে মোটা রিটার্নের জন্য পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করতেই পারেন।
জাতীয় সঞ্চয় পত্র
5 বছরের জন্য বিনিয়োগ করতে চাইলে ভারতীয় পোস্ট অফিসের NSC অর্থাৎ জাতীয় সঞ্চয়পত্র স্কিমটিতে বিনিয়োগ করা যেতে পারে। এই স্কিম বিনিয়োগকারীদের বার্ষিক 7.7 শতাংশ সুদ দিয়ে থাকে। এর অর্থ, এই স্কিমে বিনিয়োগ করলে 5 বছরে সুদ আসল মিলিয়ে মোটা রিটার্ন পাবেন গ্রাহক। অন্যান্য স্কিমের মতো পোস্ট অফিসের এই স্কিমেও কর ছাড়ের সুবিধা রয়েছে।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম
সিনিয়র সিটিজেন অর্থাৎ 60 বছরের বেশি বয়সী ভারতীয় নাগরিকদের জন্য পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমটি একটি দুর্দান্ত বিকল্প। বলে রাখি, পোস্ট অফিসের এই সরকারি স্কিমে বিনিয়োগকারীরা বার্ষিক 8.2 শতাংশ সুদ পান। বলা বাহুল্য, একজন বিনিয়োগকারী এই স্কিমে 30 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। এই স্কিমের সবচেয়ে বড় সুবিধা এতে ত্রৈমাসিক সুদ পাওয়া যায়।
সুকন্যা সমৃদ্ধি যোজনা
দেশের মহিলাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সুকন্যা সমৃদ্ধি যোজনা নামক এই বিশেষ স্কিমটি চালু করেছে ভারতীয় পোস্ট অফিস। বলে রাখি, এই স্কিমে বছরে 250 টাকা থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। এই স্কিমে বিনিয়োগ করলে বার্ষিক 8.2 শতাংশ সুদ পেয়ে যাবেন বিনিয়োগকারী। 10 বছর বয়স থেকেই এই স্কিমে বিনিয়োগ করা যায়। এই স্কিমে 15 বছর পর্যন্ত টাকা জমা দেওয়া যায় এবং 21 বছর পর্যন্ত আমানতের মেয়াদ থাকে।
অবশ্যই পড়ুন: বড়সড় দুর্ঘটনা এড়াল IndiGo-র বিমান, প্রাণে বাঁচলেন সাংসদ সহ ১৫১ জন যাত্রী
কিষান বিকাশ পত্র
টাকা ডবল বা বিনিয়োগ দ্বিগুণ করতে দেশের একটা বড় অংশের বিনিয়োগকারী পোস্ট অফিসের জনপ্রিয় স্কিম কিষান বিকাশ পত্রে বিনিয়োগ করে থাকেন। এই স্কিমটিতে বিনিয়োগ করলে 115 মাস অর্থাৎ সাড়ে নয় বছরের মধ্যে নির্দিষ্ট আমানত দ্বিগুণ হয়। বলে রাখা দরকার, এই স্কিমে বিনিয়োগকারীরা বার্ষিক 7.5 শতাংশ সুদ পেয়ে থাকেন। একজন বিনিয়োগকারী চাইলে এই স্কিমে সর্বনিম্ন 1000 টাকা বিনিয়োগ করতে পারেন।