সৌভিক মুখার্জী, কলকাতা: এখনকার দিনে দাঁড়িয়ে সবাই চায় সঞ্চয় করতে এবং ভবিষ্যৎকে সুরক্ষিত করতে। তবে কোথায় বিনিয়োগ করলে বেশি পরিমাণে লাভ হবে, এই প্রশ্ন সবার মনেই আসে। কেউ কেউ শেয়ার বাজারের ঝুঁকি নিতে চান না। আবার কেউ কেউ চায় সরকারের অনুমোদিত নির্ভরযোগ্য স্কিমে বিনিয়োগ করতে, যেখানে কোনওরকম ঝুঁকি থাকবে না। আর এই পরিস্থিতিতে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিম (Post Office FD Scheme) হতে পারে আপনার জন্য সেরা বিকল্প।
কী এই পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিম?
বেশ কিছু সূত্র মারফত জানা গেল, পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমটি মূলত একটি সময় নির্ধারিত সেভিংস প্ল্যান। এখানে আপনি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট টাকা জমা রাখবেন এবং মেয়াদ শেষ হলে সেই টাকা সুদে-আসলে ফেরত পাবেন। আর এই স্কিমে আপনি 1 বছর থেকে 5 বছর পর্যন্ত মেয়াদ বেছে নিতে পারবেন।
সুদের হার চমক দেবে!
বর্তমানে পোস্ট অফিস 5 বছরের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বার্ষিক 7.5 শতাংশ হারে সুদ দিচ্ছে। ধরুন, আপনি 2 লক্ষ টাকা এই স্কিমে বিনিয়োগ করলেন 5 বছরের জন্য। এর ফলে 5 বছর পর আপনি ফেরত পাবেন 2,89,990 টাকা। অর্থাৎ, আপনার লাভ দাঁড়াবে 89,990 টাকা।
কীভাবে 2 লক্ষ টাকা 6 লক্ষ টাকা হয়ে উঠবে?
যদি আপনি ওই একই পরিমাণ টাকা 5 বছরের জন্য রিনিউ করেন, তাহলে দ্বিতীয় মেয়াদের শেষে আপনার বিনিয়োগ দাঁড়াবে 4,20,470 টাকা। এবার তৃতীয়বারের মতো যদি একইভাবে আবারও 5 বছরের জন্য রিনিউ করেন, তাহলে আপনি পাবেন মোট 6,09,370 টাকা।
অর্থাৎ, আপনি যদি ধৈর্য থেকে 15 বছর একটানা এই স্কিমের পিছনে পড়ে থাকতে পারেন, তাহলে আপনার 2 লক্ষ টাকা প্রায় 6 লক্ষ টাকায় পরিণত হবে। এমনকি এখানে শেয়ার বাজারের মতো কোনও ঝুঁকি নেই এবং এটি সম্পূর্ণ সরকার স্বীকৃত নিরাপদ স্কিম।
আরও পড়ুনঃ UPI অতীত, ১০ মে থেকে ক্যাশ ছাড়া আর মিলবে না পেট্রোল, ডিজেল! নয়া নিয়ম
কারা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন?
প্রথম কথা, এই স্কিমে বিনিয়োগ করার জন্য অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং নূন্যতম 1000 টাকা বিনিয়োগ করতে হবে। এমনকি 1, 2, 3 ও 5 বছরের জন্য মেয়াদ নির্ধারণ করতে পারবেন। সবথেকে বড় ব্যাপার, 5 বছরের ক্ষেত্রে আয়কর আইন 80C অনুযায়ী কর ছাড় পাওয়া যায়। তাই আজই আপনার নিকটবর্তী কোনও পোস্ট অফিসে চলে যান এবং বিনিয়োগ করুন এই সরকার স্বীকৃত সেরা স্কিমে এবং সুরক্ষিত করুন আপনার নিজের ভবিষ্যতকে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |