সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি স্থায়ী এবং নিশ্চিত কোনো আয়ের উৎস খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সংবাদ। হ্যাঁ, পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্প (MIS Scheme) হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। কারণ, এখানে ঝুঁকিও নেই, অথচ প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। শুধু সঠিকভাবে টাকা বিনিয়োগ করলেই পাবেন প্রতি মাসে নির্দিষ্ট সুদ।
কেন পোস্ট অফিসের উপর ভরসা করবেন?
সে ভারতের গ্রাম বলুন বা শহর, সমস্ত জায়গায় ছড়িয়ে রয়েছে পোস্ট অফিস। শুধু চিঠি পাঠানো নয়, বরং এখন আর্থিক সুরক্ষার দিক থেকেও পোস্ট অফিসের জুরি মেলা ভার। পোস্ট অফিসের নানারকম স্কিমের মধ্যে সবথেকে জনপ্রিয় একটি স্কিম হল মাসিক আয় প্রকল্প বা MIS স্কিম।
MIS স্কিম কীভাবে কাজ করে?
বেশ কিছু সূত্র মারফত জানা গেল, এই স্কিমের আপনি একবার একটি নির্দিষ্ট অঙ্কের টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে মোটা অঙ্কের সুদ জমা পড়বে। সবথেকে বড় ব্যাপার এখানে প্রতি বছরে 7.4% হারে সুদ দেওয়া হয়।
বিনিয়োগ অনুযায়ী আপনি কত টাকা পাবেন?
যদি আপনি 5 লক্ষ টাকা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন, তাহলে প্রতি মাসে ৩০৮৩ টাকা সুদ পাবেন। যদি ৭ লক্ষ টাকা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন, তাহলে প্রতি মাসে ৪৩১৭ টাকা সুদ পাবেন। যদি ৯ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন, তাহলে প্রতি মাসে ৫৫৫০ টাকা সুদ পাবেন। এছাড়া যদি ১৫ লক্ষ টাকা জয়েন্ট অ্যাকাউন্টে বিনিয়োগ করতে পারেন, তাহলে প্রতি মাসে ৯৩২০ টাকা হলে সুদ পাবেন।
কীভাবে অ্যাকাউন্ট খুলবেন?
পোস্ট অফিসের এই স্কিমে আপনি চাইলে একা বা যৌথভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে এখানে সর্বনিম্ন ১৫০০ টাকা বিনিয়োগ করতে হয়। সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ বিনিয়োগের সীমা ৯ লক্ষ টাকা এবং জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ১৫ লক্ষ টাকা। তবে জানিয়ে রাখি, অ্যাকাউন্টে নমিনি রাখা যাবে। মৃত্যুর পর সেই ব্যক্তি সম্পূর্ণ টাকা ফেরত পাবেন। এমনকি চাইলে পোস্ট অফিসও পরিবর্তন করা যায়।
MIS অ্যাকাউন্ট কারা খুলতে পারবেন?
পোস্ট অফিসের সূত্র মারফত জানা গিয়েছে, যেকোন ভারতীয় নাগরিক, যার বয়স ১৮ বছরের বেশি, তিনি এই স্কিমের অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর এই স্কিমে ঝুঁকি একদম নেই বললেই চলে। তাই প্রবীণ নাগরিক, অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এটি একদম সেরা বিকল্প।
আরও পড়ুনঃ ব্যাঙ্কে দাবিহীন পড়ে ৭৮,০০০ কোটি! গ্রাহকদের ফেরাবে RBI, আপনি কীভাবে পাবেন?
বিনিয়োগ করার আগে খেয়াল রাখুন..
অর্থনীতির জগতে বিনিয়োগ করার আগে অবশ্যই সতর্কতা মানা জরুরি। কোনও স্কিমে টাকা রাখার আগে তার নিয়ম, শর্ত, সুদের হার, রিটার্ন পলিসি সমস্ত কিছু ভালোভাবে যাচাই করে নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |