সৌভিক মুখার্জী, কলকাতা: পোস্ট অফিসে (Post Office) টাকা জমা রাখলে এবার সেই টাকা পৌঁছবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে! হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। ভারতীয় ডাক বিভাগ এবার চালু করল নয়া পরিষেবা – ইলেকট্রনিক ক্লিয়ারেন্স সার্ভিসেস, যার মাধ্যমে এক ক্লিকেই আপনার পোস্ট অফিসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
আগে পোস্ট অফিস থেকে টাকা তোলার জন্য গ্রাহকদের পোহাতে বিভিন্ন ঝক্কি! তবে সময় বদলেছে। প্রযুক্তি আরও উন্নত হচ্ছে, ডাক বিভাগের পরিকাঠামোও এখন নয়া উচ্চতায় পৌঁছচ্ছে। তাই গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখেই এবার এই পরিবর্তন আনা হচ্ছে।
এবার সরাসরি টাকা পৌঁছবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে
ভারতীয় ডাক বিভাগ জানিয়েছে, নতুন ইলেকট্রনিক ক্লিয়ারেন্স সার্ভিস প্রযুক্তি চালু হওয়ার কর পোস্ট অফিসের টাকা তুলে আর ব্যাঙ্কে লাইন দিয়ে জমা দিতে হবে না। পোস্ট অফিস থেকেই স্বয়ংক্রিয়ভাবে ব্যাঙ্কে টাকা পৌঁছে যাবে। তবে হ্যাঁ, শুধুমাত্র একবার ফর্ম ফিলাপ করতে হবে। সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিংক করলেই মিলবে পরিষেবা।
আরও পড়ুনঃ 100 থেকে 200GB অতিরিক্ত ডেটা সহ OTT! ফ্রির অফার আনল Jio
আগে কী পদ্ধতি ছিল?
বলে রাখি, আগে যদি কোনও গ্রাহক পোস্ট অফিস থেকে টাকা তুলতে যেত, তার জন্য তিনটি রাস্তা খোলা ছিল। প্রথমত, নির্দিষ্ট সীমা পর্যন্ত নগদ টাকা তোলা যেত। দ্বিতীয়ত, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা করা যেত এবং তৃতীয়ত, পোস্টমাস্টার চেকবুকের মাধ্যমে টাকা তুলে সেই টাকা আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে হত। এমনকি ব্যাঙ্কে গিয়ে লাইনে দাঁড়াতে হত ও বিভিন্ন ঝামেলা পোহাতে হতো। তবে এবার সেই সুবিধার ইতি টানতে চলেছে ভারতীয় ডাক বিভাগ।
এই নয়া পদ্ধতির জেরে একদিকে যেমন গ্রাহকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টাকা তোলার প্রয়োজন পড়বে না বা ব্যাঙ্কে গিয়ে টাকা জমা দেওয়ার প্রয়োজন পড়বে না, তেমনই সময় অনেকটাই বাঁচবে। জানা যাচ্ছে, খুব তাড়াতাড়ি দেশের প্রায় সমস্ত পোস্ট অফিসে এই নতুন প্রযুক্তি চালু করা হবে। এমনকি কিছু কিছু জায়গায় পাইলট বেসিসের মাধ্যমে এই প্রক্রিয়া চালু করাও হয়ে গিয়েছে।