সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান দিনে দাঁড়িয়ে সবাই ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চায়। অধিকাংশ মানুষ ভাবে যে, বড় অংকের সঞ্চয় বা বিনিয়োগ ছাড়া হয়তো সেটি সম্ভব নয়। তবে সেই ভুল ধারণাকে ভেঙে দিয়েছে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম (Post Office RD Scheme)। জানা যাচ্ছে, এখানে প্রতিদিন মাত্র 100 টাকা করে সঞ্চয় করলেই 5 বছর পর 2 লক্ষ টাকার বেশি পাওয়া যাচ্ছে। কিন্তু কীভাবে? চলুন আজকের প্রতিবেদনে জানিয়ে দিচ্ছি।
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম কী?
আসলে এটি হল এমন একটি সঞ্চয় প্রকল্প, যেখানে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করলে নির্ধারিত মেয়াদ শেষে সুদসহ সেই টাকা ফেরত পাওয়া যায়। তবে হ্যাঁ, পোস্ট অফিসের আরডি স্কিমের মেয়াদ 5 বছরের জন্য হয় এবং এখানে বার্ষিক 6.7% হারে সুদ পাওয়া যায়।
হিসাব বুঝে নিন…
ধরুন, আপনি প্রতিদিন মাত্র 100 টাকা করে এই স্কিমে জমাচ্ছেন। মানে মাসে আপনাকে 3000 টাকা জমাতে হবে। এবার 5 বছরের মোট জমা পড়বে 1,80,000 টাকা। এবার 6.7% সুদ অনুযায়ী আপনি আনুমানিক 34,097 টাকা সুদ পাবেন।
সেই হিসাব ধরে, 5 বছর শেষে আপনার হাতে আসবে মোট 2,14,097 টাকা। অর্থাৎ, স্বল্প টাকা সঞ্চয় করেই আপনি গড়ে তুলতে পারবেন মোটা অংকের ফান্ড, যা ভবিষ্যতকে সুরক্ষিত করবে।
জরুরী প্রয়োজনে থাকছে লোনের সুবিধা
মাঝে মাঝে যদি হঠাৎ কোনো টাকার প্রয়োজন পড়ে, তাহলে চিন্তা করার কোনো কারণ নেই। কারণ পোস্ট অফিসের আরডি অ্যাকাউন্টে 12 টি কিস্তি জমা হয়ে গেলেই আপনি জমার 50 শতাংশ পর্যন্ত লোন নিতে পারবেন। তবে হ্যাঁ, এই লোনে সুদের হার আরডি স্কিমের তুলনায় 2% বেশি হবে।
মেয়াদ শেষেও চালিয়ে যেতে পারবেন স্কিম
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমের মেয়াদ শেষ হয়ে গেল আপনি আরো 5 বছরের জন্য এই স্কিম চালাতে পারবেন। তবে বাড়ানো অ্যাকাউন্টে সুদের হার ঠিক থাকবে অ্যাকাউন্ট খোলার সময়ের মতোই। কিন্তু হ্যাঁ, সময়ের আগে অ্যাকাউন্ট বন্ধ করলে কিছু নিয়ম মানতে হবে।
আরও পড়ুনঃ LPG, ATM থেকে শুরু করে PF! ১ জুন থেকে লাগু হচ্ছে নতুন ৭ নিয়ম
ধরুন, আপনি 2.5 বছর পর অ্যাকাউন্টটিকে বন্ধ করে দিলেন। তাহলে প্রথম 2 বছরের জন্য আপনাকে 7% হারে সুদ দেওয়া হবে, আর বাকি 6 মাসের জন্য পাবেন সেভিংস অ্যাকাউন্ট হারে সুদ, অর্থাৎ বর্তমানে 4% হারে।
তাই যদি স্বল্প বিনিয়োগে মোটা অংকের ফান্ড গড়ে তুলতে চান এবং ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চান, তাহলে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমকে বেছে নিতে পারেন। কারণ এখানে বিনিয়োগ করলে যেমন আপনার টাকা থাকবে সম্পূর্ণ সুরক্ষিত এবং নিরাপদ, তেমনই অল্প অল্প টাকা জমিয়েই তৈরি হচ্ছে মোটা অংকের ফান্ড।