সৌভিক মুখার্জী, কলকাতা: একের পর এক সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি যেখানে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমিয়ে দিচ্ছে, সেখানে দেশের মধ্যবিত্ত ও প্রবীণ নাগরিকদের জন্য আশার আলো হয়ে উঠেছে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট (Post Office Savings Account)। হ্যাঁ, অর্থমন্ত্রক জানিয়েছে, 2025 সালের জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত পোস্ট অফিসে 4% সুদই বহাল থাকবে। কমছেও না, বাড়ছেও না। আর এতে করে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ।
পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট আসলে কী?
বলে রাখি, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট হল একটি সাধারণ সঞ্চয়ের অ্যাকাউন্ট, যা দেশের প্রতিটি ডাকঘরেই খোলা যায়। আর এটি মূলত গ্রাম থেকে শুরু করে শহরতলীর মানুষের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে যারা ব্যাঙ্কিং ব্যবস্থার বিকল্প খুঁজে থাকেন।
সূত্র বলছে, পোস্ট অফিস বর্তমানে সেভিংস অ্যাকাউন্টে 4% হারে সুদ দিচ্ছে, যা SBI, HDFC, PNB-র মতো বড় বড় ব্যাঙ্কগুলির থেকেও অনেকটাই বেশি। কারণ এই ব্যাঙ্কগুলি বর্তমানে 2.5 থেকে 3% হারে সুদ দিচ্ছে সেভিংস অ্যাকাউন্টে।
পোস্ট অফিসে কেন সুদের হার কমানো হয়নি?
আসলে 2025 সালের ফেব্রুয়ারি মাসে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক 1% রেপো রেট কমিয়েছে, যার প্রভাব পড়েছিল দেশের রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্কগুলির উপর। তারা একের পর এক সেভিংস অ্যাকাউন্ট থেকে শুরু করে ফিক্সফ ডিপোজিটে সুদের হার কমিয়ে দেয়। কিন্তু পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্টের সুদের হার এখনও সেই 2011 সালের মতোই 4% রেখে দিয়েছে।
আর এর প্রধান কারণ হল—পোস্ট অফিসের অ্যাকাউন্ট মূলত সিনিয়র সিটিজেন, কৃষক, সাধারণ মানুষরা ব্যবহার করে। সরকার জানে যে, এই শ্রেণীর মানুষজনের জন্য পোস্ট অফিস ভরসার জায়গা। আর এখানে হঠাৎ করে সুদের হার কমলে সাধারণ মানুষ বিরাট ধাক্কা খেতে পারে।
আরও পড়ুনঃ খেলবে টাকার গদিতে, জুলাইয়ের প্রথম সপ্তাহেই লটারি জিতবেন এই ৭ রাশি
কারা খুলতে পারবে এই অ্যাকাউন্ট?
পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট। যেকোনো প্রাপ্তবয়স্ক নাগরিক খুলতে পারে এমনকি দু’জন হলে যৌথ অ্যাকাউন্ট খোলা যায়। পাশাপাশি কোনও অপ্রাপ্তবয়স্ক অভিভাবকের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারে এবং মানসিক অক্ষম ব্যক্তিদের পক্ষেও অভিভাবকরা অ্যাকাউন্ট খুলতে পারে। তবে হ্যাঁ, 10 বছরের বেশি বয়সী কোনও শিশু নিজের নামেই এই অ্যাকাউন্ট খুলতে পারে।
বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছিল যে, চলমান রেপো রেটের কারণে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমতে পারে। তবে সরকার আপাতত সেদিকে হাঁটেনি। কারণ পোস্ট অফিস দেশের স্বল্প আয়ের মানুষদের জন্য সবথেকে বড় ভরসার জায়গা। তবে ভবিষ্যতে হয়তো কিছুটা পরিবর্তন আসতে পারে। কিন্তু আপাতত স্থিতিশীল থাকবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |