মাত্র পাঁচ বছরে ১২,৩০,০০০ টাকা সুদ! প্রবীণ নাগরিকদের জন্য পোস্ট অফিসের সেরা স্কিম

Published on:

Senior Citizen Savings Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: অবসরের পর প্রবীণ নাগরিকদের হাতে সাধারণত মোটা অংকের টাকা থাকে। অনেকেই এই টাকা সেভিংস অ্যাকাউন্টে রেখে ধীরে ধীরে ধীরে খরচ করে। তবে একটু পরিকল্পনা করলে এই টাকাকে গড়ে তোলা যায় মোটা অঙ্কের ফান্ডে। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। কারণ এই সুযোগ এবার এনে দিচ্ছে পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Senior Citizen Savings Scheme)।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পাঁচ বছরে 12,30,000 টাকা সুদ

বেশ কয়েকটি সূত্র খতিয়ে জানা গেল, এই স্কিমে বর্তমানে 8.2% হারে সুদ দেওয়া হচ্ছে। আর যদি একজন প্রবীণ নাগরিক এই স্কিমে সর্বোচ্চ 30 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারে, তাহলে সে পাঁচ বছর শেষে মোট 42,30,000 টাকা রিটার্ন পাবে। এর মধ্যে 12,30,000 টাকা শুধুমাত্র সুদ হিসেবে আয় হবে। এমনকি প্রতি তিন মাসে 61,500 টাকা করে অ্যাকাউন্টে জমা পড়বে সুদের পরিমাণ হিসাবে।

15 লক্ষ টাকা বিনিয়োগ করলেও মিলবে মোটা সুদ

এবার যদি কেউ 30 লক্ষ টাকার জায়গায় 15 লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে সে পাঁচ বছরে মোট 6,15,000 টাকা সুদ পাবে। জানা যাচ্ছে, প্রতি তিন মাসে তাকে 30,750 টাকা শুধুমাত্র সুদ দেওয়া হবে। অর্থাৎ, পাঁচ বছর পর মিলবে মোট 21,15,000 টাকা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কারা এই স্কিমে বিনিয়োগ করতে পারবে?

যেমনটা জানা যাচ্ছে, এই স্কিমে বিনিয়োগ করতে গেলে বয়স হতে হবে 60 বছর বা তার বেশি। এমনকি যারা সরকারি চাকরি থেকে VRS নিয়েছেন বা সেনাবাহিনী থেকে অবসর পেয়েছেন, তাদের জন্য কিছুটা বয়সের ছাড়ও দেওয়া হতে পারে।

আরও পড়ুনঃ মাত্র ৩৭৬ টাকা বিনিয়োগে প্রতি মাসে মিলবে ৫০০০ টাকা পেনশন! দারুণ স্কিম সরকারের

মেয়াদ এবং এক্সটেনশন

সুত্র খতিয়ে জানা গেল, এই স্কিমের সাধারণ মেয়াদ হয় পাঁচ বছর। তবে মেয়াদ শেষে চাইলে আরও তিন বছর এক্সটেনশন পাওয়া যায়। তবে এক্সটেনশন নিতে হবে মেয়াদ শেষ হওয়ার এক বছরের মধ্যেই। এমনকি এক্সটেনশনের সময় সুদের হার অনুযায়ী ইন্টারেস্ট দেওয়া হবে।

তবে জেনে রাখা ভালো, এখানে ন্যূনতম 1000 টাকা বিনিয়োগ করতে হয় এবং সর্বোচ্চ 30 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। আর সবথেকে বড় ব্যাপার, এই স্কিমে বিনিয়োগ করলে আয়কর আইন 80C ধারা অনুযায়ী কর ছাড় পাওয়া যায়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group