সৌভিক মুখার্জী, কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে সবাই চায় সঞ্চয় করতে। আর তার জন্য দরকার এমন একটি স্কিম, যেখানে টাকা থাকবে নিরাপদ এবং একই সঙ্গে মিলবে উচ্চ পরিমাণে রিটার্ন। আর এইদিক থেকে পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিম (Post Office Time Deposit Scheme) হতে পারে সেরা এক বিকল্প। কারণ এই স্কিমে মাত্র 5 লক্ষ টাকা বিনিয়োগ করলেই সুদ থেকে 2 লক্ষ টাকা মুনাফা পাওয়া যায়। হ্যাঁ ঠিকই শুনেছেন। চলুন জেনে নেওয়া যাক, এই স্কিম সম্পর্কিত বিস্তারিত বিবরণ।
কেন এই স্কিমে বিনিয়োগ করবেন?
প্রথমত, পোস্ট অফিস ভারত সরকারের আওতাভুক্ত হওয়ায় এখানে টাকা ডুবে যাওয়ার কোনরকম ভয় নেই। তাই আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ থাকবে। দ্বিতীয়ত, বাজারের অন্যান্য স্কিমের তুলনায় এই স্কিমটি বেশি পরিমাণে রিটার্ন দেয়। তাই মুনাফাও আসবে প্রচুর। সব থেকে বড় ব্যাপার, 80C ধারা অনুযায়ী এই স্কিমে কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। পাশাপাশি 1 বছর, 2 বছর, 3 বছর বা 5 বছরের জন্য এই স্কিমে বিনিয়োগ করা যায়।
কত টাকা সুদ পাওয়া যাবে?
বেশকিছু সূত্র ঘেঁটে জানা গিয়েছে, 1 বছরের জন্য এই স্কিমে 6.9% সুদ দেওয়া হয়। যদি কেউ 2 থেকে 3 বছরের জন্য বিনিয়োগ করে তাহলে 7% সুদ দেওয়া হবে এবং যদি কেউ সর্বোচ্চ 5 বছরের জন্য বিনিয়োগ করে তাহলে তাকে 7.5% হারে সুদ দেওয়া হবে। অর্থাৎ, যত দীর্ঘমেয়াদে বিনিয়োগ করবেন, তত বেশি পকেট গরম হবে।
কীভাবে সুদ থেকেই 2 লক্ষ টাকা আয় করবেন?
ধরুন, আপনি 5 বছরের জন্য 5 লক্ষ টাকা বিনিয়োগ করলেন এই স্কিমে। স্বাভাবিকভাবেই আপনি 7.5% হারে সুদ পাবেন। এবার 5 বছর শেষে আপনার নিট মূলধন হবে 7,24,974/- টাকা। অর্থাৎ, শুধু সুদ থেকেই আপনি 2,24,974/- টাকা আয় করতে পারবেন। আর এটাই পোস্ট অফিসের স্কিমের ম্যাজিক। শুধু সুদের মাধ্যমেই এত বড় অঙ্কের রিটার্ন।
কীভাবে খুলবেন এই অ্যাকাউন্ট?
পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করার জন্য প্রথমে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তবে কোনো অ্যাকাউন্ট খোলার জন্য কোন ঝামেলা নেই। পোস্ট অফিসে গিয়ে মাত্র 1000/- টাকা দিয়েই এই অ্যাকাউন্ট খোলা যায়। বলে রাখি, সিঙ্গেল বা জয়েন্ট উভয় অ্যাকাউন্ট খোলার সুবিধা থাকছে। পাশাপাশি 10 বছরের বেশি বয়সের শিশুদের নামেও অভিভাবকরা অ্যাকাউন্ট খুলতে পারবে। এছাড়া আপনি অনলাইন বা অফলাইনে সঞ্চিত সুদের পরিমাণও চেক করতে পারবেন।
আরও পড়ুনঃ কর্মীদের বেতন, পেনশন নিয়ে সুখবর! অষ্টম বেতন পে কমিশন নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
তাই নিরাপদ এবং নিশ্চিত রিটার্ন চাইলে এই স্কিমটি হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। পাশাপাশি যদি আপনার দীর্ঘমেয়াদে সঞ্চয়ের পরিকল্পনা থাকে এবং ট্যাক্স ছাড়ের সুবিধা পেতে চান, তাহলে চোখ বন্ধ করে এই স্কিমটি বেছে নিতে পারেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |