সৌভিক মুখার্জী, কলকাতা: সঞ্চয় তো সবাই করতে চায়। তবে অনেকেই নিরাপদ এবং সুরক্ষিত সঞ্চয়ের বিকল্প খুঁজে পায় না। তাই আপনারও যদি সঞ্চয়ের জন্য সুরক্ষিত এবং লাভজনক বিকল্প খোঁজার পরিকল্পনা থাকে, তাহলে প্রতিবেদনটি আপনার জন্য। কারণ পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট (Post Office FD) হতে পারে আপনার জন্য সেরা অপশন।
জানলে চমকে উঠবেন, পোস্ট অফিস তাদের গ্রাহকদের 6.9% থেকে 7.5% হারে সুদ দিচ্ছে, যা অন্যান্য স্কিমের তুলনায় বেশ আকর্ষণীয়। বিশেষ করে 12 মাসের টাইম ডিপোজিট (Post Office Time Deposit Scheme) এখন বিনিয়োগকারীদের জন্য সোনায় সোহাগা হয়ে উঠেছে। চলুন জেনে নেওয়া যাক, এই স্কিম সম্পর্কিত বিস্তারিত বিবরণ।
পোস্ট অফিসের 12 মাসের TD-তে সুদের হার
বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, পোস্ট অফিস 12 মাসের জন্য সুদ দিচ্ছে 6.9% হারে। তবে বলে রাখি, 1 বছর, 2 বছর, 3 বছর বা 5 বছরের ফিক্সড ডিপোজিটে আলাদা আলাদা সুদ দেওয়া হয়। যত মেয়াদ বাড়বে, তত সুদের পরিমাণও বাড়বে। সবথেকে বড় ব্যাপার, পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিম সরাসরি সরকারের হস্তক্ষেপে চলে। তাই এটি বিনিয়োগের জন্যও একদম নিরাপদ।
2 লক্ষ টাকা বিনিয়োগ করলে কত ফেরত পাবেন?
আপনার পকেটে যদি 2 লক্ষ টাকা থাকে, তাহলে আপনি পোস্ট অফিসের 12 মাসের টাইম ডিপোজিটে নিশ্চিন্তে টাকাটি রাখতে পারেন। কারণ ম্যাচুরিটির সময়ে মোট 2,14,161/- টাকা ফেরত পাবেন। 6.09% সুদের হারে মোট সুদ দাঁড়াচ্ছে 14,161/- টাকা। সুতরাং বোঝাই যাচ্ছে এই স্কিমে মোটা অঙ্কের সুদ মিলছে।
কেন পোস্ট অফিসের FD সেরা বিকল্প?
প্রথমত, পোস্ট অফিসের FD ভারত সরকার দ্বারা অনুমোদিত হওয়ায় এখানে বিনিয়োগের কোনরকম ঝুঁকি নেই। স্টক মার্কেট বা অন্যান্য বিনিয়োগের তুলনায় এটি সম্পূর্ণ ঝুঁকিহীন। যারা কম ঝুঁকিতে বিনিয়োগ করতে চান, তাদের জন্য এটি হতে পারে সেরা অপশন। সবথেকে বড় ব্যাপার, 5 বছরের TD-তে বিনিয়োগ করলে সেকশন 80C অনুযায়ী কর ছাড় পাওয়া যাবে।
আরও পড়ুনঃ ৮০ দেশের ভরসা ‘মেড ইন ইন্ডিয়া’ অস্ত্র! প্রতিরক্ষা ক্ষেত্রে ২৩,৬২২ কোটির রপ্তানি, রেকর্ড ভারতের
তাই যদি ভবিষ্যতে নিরাপদ এবং স্থিতিশীল রিটার্ন পেতে চান, তাহলে এখনই নিকটবর্তী কোন পোস্ট অফিসে গিয়ে এই স্কিমে বিনিয়োগ করুন এবং ভবিষ্যতকে সুরক্ষিত রাখুন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |