সরকারি চাকরি ছাড়াই মাসে পেনশন মিলবে ৪৮০০০ টাকা, শুধু মেনে চলুন ১৫+৫+৫ ফর্মুলা

Published on:

ppf investment rule to get rs 48000 pension

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ভবিষ্যতের সঞ্চয়ের জন্য একটা ভালো বিনিয়োগের প্ল্যানের খোঁজ সকলেই করেন। এক্ষেত্রে যাদের কোম্পানির তরফ থেকে EPF প্রদান করা হয় তাদের চিন্তা অনেকটাই লাঘব হয়ে যায়। কারণ প্রতিমাসে একটা নির্দিষ্ট টাকা কেটে EPF এ জমা হয় যেটা অবসরের সময় ভালো রিটার্ন দেয়। তবে চাইলে যে কেউই পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF এ টাকা রাখতে পারেন। এটাই আপনাকে অবসরের পর প্রতিমাসে ৪৮,০০০ টাকা পর্যন্ত পেনশন (Pension) দিতে সক্ষম।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড | Public Provident Fund |

WhatsApp Community Join Now

যে কোনো ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গিয়েই আপনি পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খুলতে পারেন। প্রতিমাসে কিছু কিছু করে টাকা জমলেই সেটা ভবিষ্যতে মোটা রিটার্ন দেবে। তাছাড়া বছরে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত পিপিএফ এ বিনিয়োগ ট্যাক্স ফ্রি।

PPF অ্যাকাউন্টের সুবিধা

  • এই প্রকল্পে আপনি মাসে ন্যূনতম ৫০০ টাকা থেকে শুরু করে বছরে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন।
  • এই প্রকল্পে জমানো টাকার উপরে চক্রবৃদ্ধি হারে ৭.১% সুদ দেওয়া হয়। যেটা ১৫ বছর পর ম্যাচিউর হবে।
  • চাইলে ১৫ বছর পরে আরও কিছু বছরের জন্য এই টাকা বিনিয়োগ করতে পারেন। এক্ষত্রে ৫ বছর করে পুনরায় বিনিয়োগ করা সম্ভব।
  • যদি কোনো বিশেষ কারণে টাকা তোলার প্রয়োজন পরে তাহলে ৫ বছর পর মোট জমা টাকার ৬০% পর্যন্ত টাকা তুলে নিতে পারবেন।

PPF এর ১৫ + ৫ + ৫ ফরমুলা

পিপিএফ অ্যাকাউন্টে প্রথমে ১৫ বছরের জন্য বিনিয়োগ করা যায়। ১৫ বছর হয়ে গেলে সেটা আবারও ৫ বছর পর যতবার খুশি পুনরায় বিনিয়োগ করে দেওয়া যেতে পারে। এক্ষেত্রে যদি প্রথমে ১৫ বছর ও তারপর দুবার ৫ বছর করে পিপিএফে বিনিয়োগ করেন তাহলে সুদ ও আসল মিলিয়ে যে টাকা হবে সেটা আপনার অবসর জীবনে টাকার অভাব হতে দেবে না।

কিভাবে অবসরের পর মাসে ৪৮,০০০ পেনশন পাবেন?

আপনি যদি প্রতি বছর ১.৫ লক্ষ টাকা করে জমা করেন তাহলে ১৫ বছরে মোট ২২ লক্ষ ৫০ হাজার টাকা জমা হবে। এবং সুদ সহ মোট ৪০,৬৮,২০৯ টাকা পাওয়া যাবে। তবে এরপর আপনাকে পুনরায় ৫ বছরের জন্য বিনিয়োগ করতে হবে তাহলে সুদ ও আসল মিলিয়ে মোট টাকার পরিমাণ হবে ৫৭,৩২,৫৮৬ টাকা।

আরও পড়ুনঃ বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে 5G সংযোগ দিয়ে ইতিহাস গড়ল Jio! নখ কামড়াচ্ছে BSNL, Airtel

এরপর আরও ৫ বছরের জন্য সবটা ফের বিনিয়োগ করে দিলেই মেয়াদ শেষে মোট ৮০,৭৭,৮৯০ টাকা পাওয়া যাবে। এই টাকাটা ফের পিপিএফ অ্যাকাউন্টে বিনিয়োগ করে সুদের টাকা নিজের অ্যাকাউন্টে নিয়ে নিলে শুধু সুদ হিসাবেই ৫ লক্ষ ৭৩ হাজার ৫৩০ টাকা পাওয়া যাবে। অর্থাৎ প্রতিমাসে ৪৭,৭৯৪ টাকা পেনশন হিসাবে পেতে পারেন।

সঙ্গে থাকুন ➥
X