দরপতন! মাসের শুরুতেই মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে অনেকটাই দাম কমল LPG সিলিন্ডারের

Published:

lpg price hiked for december see new prices
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: মাসের শুরুতেই স্বস্তির নিশ্বাস ফেলল দেশের কোটি কোটি সাধারণ মানুষ। হ্যাঁ, জুন মাসের শুরুতেই দেশের বহু ছোট বড় রেস্তোরাঁ, হোটেল ও ফুটপাতের ব্যবসায়ীদের জন্য বিরাট সুখবর সামনে আসলো। এবার সিলিন্ডার প্রতি 24 টাকা গ্যাসের দাম (LPG Cylinder Price) কমানো হচ্ছে। আর এই নতুন দাম কার্যকর হবে আজ অর্থাৎ, 1 জুন, 2025 থেকে।

কত দাঁড়াল এখন গ্যাসের দাম? | LPG Cylinder Price |

জানিয়ে রাখি, বর্তমানে 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারে দরপতন হয়েছে। নয়া সিদ্ধান্ত অনুযায়ী, এই সিলিন্ডারের দাম এখন দাঁড়িয়েছে 1723.50 টাকা, যা আগের তুলনায় 24 টাকা কম। উল্লেখ্য, এর আগে এপ্রিলের 1 তারিখেও দাম কমানো হয়েছিল। আর তখন এক ধাক্কায় 41 টাকা দরপতন হয়েছিল।

ফলে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামে ওঠানামা এবং অন্যান্য আর্থিক কারণকে সামনে রেখে তেল বিপণন সংস্থাগুলি ধাপে ধাপে জ্বালানির মূল্য সংশোধন করছে।

স্বস্তি পাচ্ছে ব্যবসায়ীরা

বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের এই দরপতনের পতনের ফলে ছোট বড় হোটেল, রেস্তোরাঁর মালিকরা, ক্যাটারিং সার্ভিস ব্যবসায়ীরা এবং যেকোনো বাণিজ্যিক কিচেন চালানো প্রতিষ্ঠানের মালিকরা যে বিরাট আর্থিক স্বস্তি পাবে, তা বলার অপেক্ষা রাখে না। এমনকি তাদের দৈনন্দিন রান্নার খরচে যে অতিরিক্ত বোঝা ছিল, তা কিছুটা নেমে এসেছে।

আরও পড়ুনঃ Maruti, Tata-কে টক্কর! ৭ লাখের কমে অত্যাধুনিক CNG গাড়ি আনছে Nissan

ঘরোয়া সিলিন্ডারের দামে কী আপডেট?

জানিয়ে রাখি, ঘরোয়া ব্যবহারের জন্য 14.2 কেজি এলপিজি সিলিন্ডারের দাম এখনো কোনো পরিবর্তন হয়নি। আগের মতই 879 টাকা দরে পাওয়া যাচ্ছে এই 14.2 কেজি এলপিজি সিলিন্ডার। ফলে নিন্ম-মধ্যবিত্ত সাধারণ মানুষের মাসিক খরচে সেরকম কোনও বদল আসছে না।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join