সৌভিক মুখার্জী, কলকাতা: অর্থনৈতিক দিক থেকে সুরক্ষিত হতে সবাই চায়। ভবিষ্যতে নিরাপদ আর্থিক অবস্থা গড়ে তোলার জন্য অনেকেই নিরাপদ সঞ্চয়ের উপায় খোঁজেন। আর এই কারণেই ভারত সরকার বিভিন্ন ধরনের সঞ্চয় এবং বিনিয়োগের স্কিম চালু করে রেখেছে। তবে এর মধ্যে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) অন্যতম সেরা এক স্কিম। যেখানে আপনি মাত্র 50 হাজার টাকা বিনিয়োগ করলে 25 বছর পর প্রায় 35 লক্ষ টাকা রিটার্ন পেতে পারেন। কি শুনতে অবাক লাগছে? কিন্তু এটাই সত্যি। চলুন বিস্তারিত জানি এই স্কিম সম্পর্কে।
PPF কী এবং কিভাবে কাজ করে?
PPF হল এমন একটি দীর্ঘমেয়াদি স্কিম, যেখানে বিনিয়োগ করলে আপনি নির্দিষ্ট পরিমাণ সুদ এবং নিশ্চিত রিটার্ন পাবেন। আর এটি মূলত ভারত সরকার দ্বারা পরিচালিত একটি সঞ্চয় প্রকল্প। তাই আপনার অর্থ 100% নিরাপদ থাকবে।
এই স্কিমে প্রতিবছর ন্যূনতম 500 টাকা এবং সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করা যায়। বর্তমানে এই স্কিমে সুদের হার চলছে 7.1%। মেয়াদ সম্পর্কে কথা বললে PPF অ্যাকাউন্টের মেয়াদ থাকে 15 বছর। তবে 5 বছর মেয়াদ বাড়ানোর সুবিধাও রয়েছে। এছাড়া পোস্ট অফিস বা ব্যাংকের মাধ্যমে সহজেই আপনি এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। সব থেকে বড় সুবিধা, এখানে সুদের উপর কোন রকম কর কাটা হয় না। তাই পকেটে মোটা অঙ্কের টাকা আসা অবাক করার মত কোন বিষয় না।
50 হাজার টাকা বিনিয়োগ করলে কত টাকা পাবেন?
ধরুন, আপনি প্রতি বছর 50 হাজার টাকা করে এই স্কিমে বিনিয়োগ করছেন এবং 25 বছর পর্যন্ত এই বিনিয়োগ চালিয়ে গেলেন। তাহলে আপনার মোট বিনিয়োগ হবে 12 লক্ষ 50 হাজার টাকা। জানলে চমকে উঠবেন, এই 12 লক্ষ 50 হাজার টাকায় আপনার সুদ দেওয়া হবে 21 লক্ষ 86 হাজার 5 টাকা। অর্থাৎ, 25 বছর শেষে আপনার মোট রিটার্ন আসবে 34 লক্ষ 36 হাজার 5 টাকা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আপনার মূল বিনিয়োগের প্রায় তিনগুণ টাকা এখান থেকে ফেরত পাবেন।
PPF অ্যাকাউন্টের সুবিধাগুলি কী কী?
প্রথমত, সরকার দ্বারা পরিচালিত হওয়ায় এটি একটি ঝুঁকিমুক্ত এবং নিরাপদ স্কিম। এখানে গ্যারান্টি রিটার্ন পাবেন। এই স্কিমের সব থেকে বড় সুবিধা এখানে চক্রবৃদ্ধি সুদ দেওয়া হয়। অর্থাৎ, আপনার জমা হওয়া টাকার উপরে সুদ দেওয়া হবে। ফলে দীর্ঘমেয়াদে টাকার পরিমান এক বিশাল অঙ্কে দাঁড়ায়। এছাড়া ইনকাম ট্যাক্স আইন 80C ধারা অনুযায়ী কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। তাই ভবিষ্যতের জন্য নিরাপদ বিকল্প হিসেবে যদি কোন স্কিম খুঁজে থাকেন, তাহলে চোখ বন্ধ করে এই স্কিমটিকে বেছে নিতে পারেন।
PPF থেকে টাকা তোলার নিয়ম
PPF অ্যাকাউন্ট খোলার আগে এই স্কিমের কিছু নিয়ম সম্পর্কে জেনে নেওয়া উচিত। প্রথমত, 5 বছরের আগে এই স্কিম থেকে টাকা তোলা যাবে না। যদিও 5 বছর পর বিশেষ প্রয়োজনে, যেমন চিকিৎসা বা সন্তানের উচ্চশিক্ষার ক্ষেত্রে টাকা তুলতে পারবেন। দ্বিতীয়ত, 15 বছর পর সম্পূর্ণ টাকা তোলা যাবে। তবে আপনি চাইলে 5 বছর মেয়াদ বাড়াতে পারেন। এছাড়া PPF অ্যাকাউন্টের বিপরীতে চাইলে লোন নিতে পারবেন।
আরও পড়ুনঃ হাইকোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগের তোরজোড় রাজ্য সরকারের
কেন PPF স্কিমে বিনিয়োগ করবেন?
বর্তমান সময়ে বাজারে বিনিয়োগ করার হাজার হাজার অপশন রয়েছে। কিন্তু তা সত্ত্বেও PPF সবথেকে নিরাপদ এবং লাভজনক সঞ্চয় প্রকল্প। কারণ এটি বিশেষভাবে তাদের জন্যই উপযোগী, যারা নির্ঝঞ্ঝাট বিনিয়োগের মাধ্যম খুঁজছেন এবং ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চান। তাই যদি আপনি অর্থনৈতিক নিশ্চয়তা চান, তাহলে আজই পোস্ট অফিস বা ব্যাংকে গিয়ে PPF অ্যাকাউন্ট খুলুন এবং ছোটখাটো বিনিয়োগ করে ভবিষ্যৎকে সুরক্ষিত করুন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |