আপনারও কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। ইতিমধ্যে গ্রাহকদের সতর্কতামূলক মেসেজ পাঠাতে শুরু করে দিয়েছে পিএনবি। এদিকে আচমকা পিএনবির তরফে সতর্কতামূলক মেসেজ পেয়ে লক্ষ লক্ষ গ্রাহক ঘাবড়ে গিয়েছেন স্বাভাবিকভাবেই। আশঙ্কা করছেন যে ৩০ জনের পর বহু অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। সত্যিই কি তাই? আপনিও কি বিশদে জানতে ইচ্ছুক? তাহলে চোখ রাখুন আজকের এই লেখাটির উপর।
৩০ জুনের পর বন্ধ হবে একাধিক অ্যাকাউন্ট
আপনারও যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুত, পিএনবি আবার সেই গ্রাহক বা অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য একটি সতর্কতা জারি করেছে, যাদের অ্যাকাউন্টে গত তিন বছর ধরে কোনও লেনদেন হয়নি এবং এই অ্যাকাউন্টগুলিতে ব্যালেন্স রীতিমতো শূন্য। PNB জানাচ্ছে, ২০২৪ সালের ৩০ জুন থেকে এ ধরনের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবারম এদিকে এই ধরণের বার্তা প্ৰয়েই রাতের ঘুম উড়ে গিয়েছে বহু গ্রাহকের। অনেকের মাথাতেই রীতিমতো বাজ ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরী হয়েছে।
কী বলছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
ব্যাংক নিজের একসাথে হ্যান্ডেলে জানিয়েছে, লক্ষ্য করা হয়েছে যে অনেক অ্যাকাউন্টে গ্রাহক গত ৩ বছর ধরে কোনও ধরণের লেনদেন করেননি এবং সেগুলিতে কোনও ব্যালেন্সও নেই। এহেন পরিস্থিতিতে এসব অ্যাকাউন্টের অপব্যবহার ঠেকাতে পদক্ষেপ হিসেবে সেগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে, ব্যাঙ্কের পক্ষ থেকে ইতিমধ্যে ২০২৪ সালের ১ মে, ১৬ মে ২৪ মে এবং ১ জুন ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গ্রাহকদের উদ্দেশ্যে নোটিশ জারি করা হয় । ব্যাংকের তরফে সাফ সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী দিনে কোনোরকম আপত্তিকর পরিস্থিতি এড়াতে সমস্ত গ্রাহকদের অবশ্যই ৩০ শে জুনের মধ্যে তাদের অ্যাকাউন্ট সক্রিয় করতে হবে।
এই অ্যাকাউন্টগুলো বন্ধ হবে না
ব্যাংকের তরফে অবশ্য এও জানানো হয়েছে যে কাদের কাদের অ্যাকাউন্ট বন্ধ করা হবে না। মূলত ডিম্যাট অ্যাকাউন্টের সাথে লিঙ্কযুক্ত অ্যাকাউন্টগুলি বন্ধ করা হবে না। একই সময়ে, ২৫ বছরের কম বয়সী গ্রাহকদের সাথে শিক্ষার্থীদের অ্যাকাউন্ট, অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট, SSY/PMJJBY/PMSBY/অপর অ্যাকাউন্ট বন্ধ করা হবে না। তবে অবশ্যই সকলকে কয়েক করানোর পরামর্শ জারি করা হয়েছে।