শান্তনু নাইডু থেকে পোষ্য, পরিচারক, রাঁধুনি! নিজের উইলে সবাইকে সম্পত্তি দিয়ে গেলেন রতন টাটা

Published on:

ratan tata will

শ্বেতা মিত্র, কলকাতাঃ সকলকে কাঁদিয়ে প্রয়াত হয়েছেন ভারতের বিখ্যাত শিল্পপতি রতন টাটা (Ratan Tata)। গত ৯ অক্টোবর ৮৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন রতন টাটার মতন একজন বিখ্যাত কিংবদন্তি। তাঁর মতো মানুষের চলে যাওয়াকে এখনো দেশবাসী মেনে নিতে পারছেন না। অন্যদিকে মৃত্যুর পর তিনি রেখে গিয়েছেন কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি।  সেগুলির উত্তরসূরি কে হবেন তা নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল। তবে অবশেষে প্রকাশ্যে এল রতন টাটা রেখে যাওয়া উইল। সবার জন্যই কিছু না কিছু রেখে গিয়েছেন রতন টাটা। রতন টাটা নিজের উইলে নিজের পোষ্য থেকে শুরু করে কেয়ারটেকার, রাঁধুনি, শান্তনু নাইডু, সবাইকেই কিছু না কিছু দিয়ে গিয়েছেন রতন টাটা বলে খবর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

রতন টাটার উইল | Ratan Tata Will |

মৃত্যুর আগে রতন নিশ্চিত করে গিয়েছেন, চলে যাওয়ার পরও তাঁর পোষা কুকুর টিটোর যেন কোনওরকম অযত্ন না হয়। ছয় বছর আগে নিজের অন্য একটি কুকুরের মৃত্যুর পর টিটোকে বাড়িতে নিয়ে আসেন রতন টাটা। টিটো এখন তার দীর্ঘদিনের রাঁধুনি রাজন শ’র সাথে থাকবে এবং সেখানে তার যত্ন নেওয়া হবে। রতন টাটা কুকুর খুব ভালোবাসতেন এটা তো সকলেই জানেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টাটা সর্বদা মানুষকে রাস্তার কুকুরদের প্রতি সহানুভূতি দেখানোর জন্য আবেদন করেছিলেন।

রতন টাটার ১০,০০০ কোটি টাকার সম্পত্তি | Ratan Tata Net Worth |

এক রিপোর্ট অনুযায়ী, রতন টাটার আনুমানিক সম্পত্তির পরিমাণ ১০ হাজার কোটি টাকা। উইলে তিনি তার ফাউন্ডেশন, ভাই জিমি টাটা, সৎ বোন শিরিন ও দিনা জেজিভয় এবং গৃহকর্মী সহ বিভিন্ন মানুষের মধ্যে সম্পদ বিলিয়ে দিয়ে গিয়েছেন। টাটা নিজের দীর্ঘদিনের রাঁধুনি সুব্বাইয়ার জন্য উইলের ব্যবস্থাও করেছে। গত তিন দশক ধরে সুব্বাইয়ার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। রতন টাটার উইলে শান্তনু নাইডুর নামও উল্লেখ করা হয়েছে, যিনি তাঁর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ছিলেন। তিনি নাইডুর উদ্যোগ গুডফেলোসের অংশীদারিত্ব ছেড়ে দিয়েছেন, পাশাপাশি শান্তনু নাইডুর বিদেশে পড়াশোনার খরচও দিয়েছেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

রতন টাটার বাকি সম্পত্তির তালিকা

রতন টাটার সম্পত্তির মধ্যে রয়েছে আলিবাগে ২০০০ বর্গফুটের সমুদ্র তীরবর্তী বাংলো ছাড়াও মুম্বইয়ের জুহু তারা রোডে একটি দোতলা বাড়ি। এছাড়াও ব্যাঙ্কে তাঁর ৩৫০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে এবং টাটা সন্সের ০.৮৩ শতাংশ শেয়ারও রয়েছে তাঁর। টাটা সন্সে রতন টাটার অংশীদারিত্ব রতন টাটা এনডাওমেন্ট ফাউন্ডেশনে স্থানান্তরিত হবে। টাটা সন্সে তাঁর শেয়ারের পাশাপাশি টাটা মোটরস এবং টাটা গোষ্ঠীর অন্যান্য সংস্থায় তাঁর হোল্ডিংও রতন টাটা এনডাওমেন্ট ফাউন্ডেশনে রাখা হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group