ইউনিয়ন ব্যাঙ্কে উপর নেমে এল RBI-র শাস্তির খাঁড়া

Published:

union bank
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ভুলের পর ভুল করে এবার আর পার পেল না দেশের এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সম্প্রতি RBI ইউনিয়ন ব্যাঙ্কের উপর কড়া পদক্ষেপ (RBI Action) গ্রহণ করেছে। জান যাচ্ছে, ব্যাঙ্কটির বিরুদ্ধে আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। যার জেরে RBI প্রায় 63.60 লক্ষ টাকা জরিমানা উসুল করেছে এই ব্যাঙ্কটির থেকে।

কেন নেওয়া হয়েছে এই জরিমানা?

রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, 31 মার্চ, 2023 এবং 31 মার্চ, 2024-এর আর্থিক অবস্থার ভিত্তিতে ইউনিয়ন ব্যাঙ্কের উপর একটি পরীক্ষা চালানো হয়। আর সেখানে ধরা পড়ে একাধিক গাফিলতি। বিশেষ করে ব্যাঙ্ক নির্দিষ্ট সময়সীমার মধ্যে DEAF-এ প্রয়োজনীয় অর্থ হস্তান্তর করতে পারেনি। নিয়ম অনুযায়ী, গ্রাহকদের অব্যবহৃত অর্থ সংরক্ষণের জন্য নির্ধারণ করে থাকে, যেখানে নিয়মমাফিক টাকা জমা দেওয়ার কথা সেখানে এই ব্যাঙ্ক গাফিলতি দেখিয়েছে। 

তবে না, এখানেই শেষ নয়। ঋণের নিয়ম লঙ্ঘনেও অভিযোগ উঠেছে ব্যাঙ্কটির বিরুদ্ধে। RBI-র নিয়ম অনুযায়ী, 1.6 লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণে বন্ধক নেওয়ার কোনও প্রয়োজন নেই। অথচ ইউনিয়ন ব্যাঙ্ক সেই নিয়ম ভেঙে ফেলেছে। যার জেরেই তাদের এই মাশুল চোকাতে হচ্ছে।

RBI-র তদন্ত এবং পদক্ষেপ

সমস্ত অনিয়ম এবং গাফিলতি খতিয়ে দেখে RBI ইউনিয়ন ব্যাঙ্ককে একটি নোটিশ পাঠায়। এমনকি ব্যাঙ্কের পক্ষ থেকে এর প্রত্যুতরও দেওয়া হয়। সবকিছু বিবেচনা করে RBI মনে করে, ব্যাঙ্কটি সত্যিই নিয়ম লঙ্ঘন করেছে। এরপরই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়। 

জানিয়ে রাখি, এই ঘটনার ঠিক আগের সপ্তাহে ইউনিয়ন ব্যাঙ্ককে 1.66 লক্ষ টাকা জরিমানা করেছিল RBI। সেবার অভিযোগ ছিল, নোংরা নোটের প্রচলন এবং এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ লঙ্ঘন।

আরও পড়ুনঃ ৬২৫০ জন মৃত ব্যক্তি ভূত হয়ে তুলছে রেশন! বিরাট দুর্নীতির পর্দা ফাঁস

ব্যাঙ্কের বর্তমানের শেয়ারের পরিস্থিতি

তবে এই জরিমানা গোনার মধ্যেও ব্যাঙ্কের শেয়ারের পারফরম্যান্স যথেষ্ট নজর কাড়ছে। জানা যাচ্ছে, এই ব্যাঙ্কের বর্তমান শেয়ারের দাম 140.40 টাকা। আর 2024 সালের জুন মাসে এই শেয়ার পৌঁছেছিল 172.45 টাকা পর্যন্ত, যা গত 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। তবে 2025 সালের জানুয়ারি মাসে 100.75 টাকায় নেমে এসেছিল শেয়ারের দাম, যা সবথেকে কম। তবে ব্যাঙ্কটির এখন বাজার মূলধন প্রায় 17175.82 কোটি টাকা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join