বিরাট সফলতা RBI-র, ব্রিটেন থেকে ফিরল ১ লক্ষ কেজি সোনা! এবার কী দাম কমবে?

Published:

rbi gold reserve
Follow

শ্বেতা মিত্র, নয়া দিল্লিঃ যত সময় এগোচ্ছে ততই ভারতের অস্ত্র ভাণ্ডারের পাশাপাশি সোনার ভাণ্ডারও ফুলেফেঁপে উঠছেন। এবারও তার ব্যতিক্রম ঘটল না। তবে এবার ভারতের অস্ত্রভাণ্ডার নিয়ে যাক তথ্য প্রকাশ্যে এলো তা শুনলে হয়তো আপনারও চোখ কপালে উঠে যাবে। বিগত কয়েক বছর ধরে ব্রিটেনের বুকে থাকা সোনা ফিরিয়ে আনার কাজ করে চলেছে ভারত। এবারও সেটার ব্যতিক্রম হয়নি। কিন্তু এবারে যা জানা যাচ্ছে তা হল এবার ১ লক্ষ কেজি সোনা ব্রিটেন থেকে ভারতে ফিরিয়ে নিয়ে আসা হলো। হ্যাঁ ঠিকই শুনেছেন।

ব্রিটেন থেকে ভারতে ফিরল ১ লক্ষ কেজি সোনা

জানা গিয়েছে, ব্রিটেন থেকে এবার এক ধাক্কায় ১০০ টন সোনা ফিরিয়ে আনল আরবিআই। এমনিতে অনেক দেশ ব্যাংক অব ইংল্যান্ডের ভল্টে তাদের সোনা রাখে। এ জন্য যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংককেও ফি দিতে হবে। ভারতও এই ফি পরিশোধ করছে। বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল ব্যক্তিরা বলছেন, ইংল্যান্ডে রাখা আরও সোনা ফিরিয়ে আনবে ভারত। রিজার্ভ ব্যাংক অফ ইংল্যান্ড (আরবিআই) কয়েক বছর আগে সোনা কেনা শুরু করে এবং এটি কোথায় সংরক্ষণ করা উচিত তা পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু বিদেশে বেশি সোনা মজুত হচ্ছিল, তাই কিছু সোনা ভারতে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

১৯৯১ সালের পর বিপুল সোনা ফিরল ভারতে

১৯৯১ সালের গোড়ার দিকের পর এই প্রথম ভারত তার দেশীয় সোনার ভাণ্ডারে এত বড় পরিমাণ সোনা যুক্ত করেছে। ১৯৯১ সালে, ভারতীয় অর্থনীতির খারাপ অবস্থার কারণে, ভারতকে তার সোনাই বন্ধক রাখতে হয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি ঠিক উল্টো এবং ভারত সোনা কিনছে। যাইহোক, আরবিআই-এর তরফে দেওয়া তথ্য অনুযায়ী, আরবিআই-এর হাতে এখন মোট ৮২২.১ টন সোনা রয়েছে। তবে ব্রিটেন থেকে এত সোনা ভারতে ফিরিয়ে আনার পরেও গহনা সোনার দাম কিন্তু কমবে। বাজারের উপরেই নির্ভর করবে তার রেট।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join