সৌভিক মুখার্জী, কলকাতা: বিনিয়োগকারীদের জন্য বিরাট সুখবর। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ফ্লোটিং রেট সেভিংস বন্ড 2020 সালের সুদের ধারায় অপরিবর্তিত থাকছে। অর্থাৎ, 8.05% হারে সুদ পাওয়া যাবে। আর এটি যেমন নিরাপদ স্কিম, তেমনই থাকে সরকারের নিশ্চয়তা, এমনকি নির্দিষ্ট সময় অন্তর সুদ পাওয়া যায়।
তবে এই বন্ডে ইন্টারেস্ট কবে দেয়, কতদিনের জন্য টাকা আটকে থাকে, কত টাকাই বা বিনিয়োগ করা যাবে এবং কারাই বা বিনিয়োগ করতে পারবে? চলুন জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে সমস্ত তথ্য।
FRSB স্কিমের সুদের হার কীভাবে ঠিক হয়?
বল দিই, RBI-র এই বন্ডে সুদের হার নির্ভর করে মূলত ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের সুদের হারের উপর। NCS যেহেতু জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে 7.70% সুদ দিচ্ছে, তাই এখানে সুদ দেয়া হবে 7.70%, সঙ্গে অতিরিক্ত 0.30%, অর্থাৎ 8.05%।
জানিয়ে রাখি, এখানে প্রতি ছয় মাস অন্তর একবার করে সুদের হার রিভিউ হয় এবং প্রয়োজন অনুযায়ী নতুন হার পর্যালোচনা করা হয়। তবে সুদ হালনাগাদ হলে পরবর্তী ছয় মাসেই তার প্রভাব পড়ে। অর্থাৎ, যদি এখন NCS-র সুদের হার পরিবর্তন হয়, তার প্রভাব পড়তে পারে জানুয়ারি, 2026 থেকে।
সুদ কবে মিলবে?
যারা জানেন না, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই বন্ডে মূলত বছরে দু’বার করে সুদ দেওয়া হয়, যথাঃ 1 জানুয়ারি এবং 1 জুলাই। ইতিমধ্যেই যারা বিনিয়োগ করেছেন, তাদের পরবর্তী সুদের টাকা 1 জানুয়ারি, 2026-এ আসবে। কারণ গতকাল 1 জুলাই একবার সুদ দেওয়া হয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ ৫ জেলায় ব্যাপক বৃষ্টির সতর্কতা বঙ্গে! বইবে ৪০ কিমি বেগে ঝড়, আগামীকালের আবহাওয়া
কত টাকা বিনিয়োগ করা যায়?
বেশ কয়েকটি রিপোর্ট ঘেঁটে জানা যাচ্ছে, এই স্কিমে আপনি যত খুশি বিনিয়োগ করতে পারবেন। তবে বিনিয়োগ শুরু করতে হবে 1000 টাকা থেকে। এরপর 1000-এর গুনিতকে ইচ্ছামত বিনিয়োগ করা যাবে। কোনও সর্বোচ্চ সীমা নেই। বলে রাখি, এই বন্ডের মেয়াদ সাধারণত 7 বছর। অর্থাৎ, টাকা রাখার পর 7 বছর না হলে আর টাকা তুলতে পারবেন না।
তবে হ্যাঁ, বয়স্কদের জন্য রয়েছে বিশেষ ছাড়। কারণ 60 থেকে 70 বছর যাদের বয়স, তাদের জন্য মেয়াদ 6 বছর, 70 থেকে 80 বছর যাদের বয়স, তাদের জন্য মেয়াদ পাঁচ বছর এবং 80 বছরের উপরে যাদের বয়স, তাদের জন্য এই বন্ডের মেয়াদ 4 বছর। এমনকি মেয়াদ পূর্তির আগেভাগে টাকা তুলে নিলে শেষ ছয় মাসের সুদের অর্ধেক কেটে নেওয়া হয়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |