শ্বেতা মিত্র, কলকাতা: দেশের অর্থনীতির জন্য গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। রিজার্ভ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে খুশি হতে পারেন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। বিশেষত যারা নতুন ব্যবসা শুরু করেছেন বা করতে চাইছেন, তাঁদের জন্য RBI-র সিদ্ধান্ত ইতিবাচক প্রমাণিত হতে পারে।
বড় সিদ্ধান্ত নিতে চলেছে RBI
ঠিক কী পদক্ষেপ নিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক? সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে, তিনটি প্রক্রিয়ার মাধ্যমে ব্যাঙ্কিং ব্যবস্থায় মোট ১.৫ লক্ষ কোটি টাকা নগদ জোগানোর সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। এই মোট টাকা তিনটি প্রক্রিয়ার মাধ্যমে ব্যাঙ্কিং ব্যবস্থায় দেওয়া হতে পারে। প্রথম ধাপে দেওয়া হতে পারে ৪৩ হাজার কোটি টাকা।
দেশের ব্যাঙ্কিং ব্যবস্থায় এই বিপুল অংকের অর্থ আসার ফলে ভারতীয় অর্থনীতি কিংবা ব্যবসায়িক ক্ষেত্রে কীভাবে প্রভাব পড়তে পারে? সম্প্রতি সময়ে ভারতে একাধিক নতুন কোম্পানি বা স্টার্ট আপ চালু হয়েছে। সরকারের পক্ষ থেকে ব্যবসা শুরু করার ব্যাপারে দেওয়া হচ্ছে উৎসাহ। ব্যবসার জন্য যাতে সহজে লোন দেওয়া যায়, সে ব্যাপারেও চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার ও রির্জাভ ব্যাঙ্ক। এই অতিরিক্ত অর্থ প্রদানের ফলে ব্যাংকের লোন নীতি প্রভাবিত হতে পারে। বিশেষজ্ঞদের একাংশের ধারণা, শীর্ষ ব্যাঙ্কের এই সিদ্ধান্তের ফলে ফেব্রুয়ারির ঋণনীতিতে সুদ কমার প্রত্যাশা তৈরি হয়েছে। সুদের পরিমাণ কমানো হলে, ঋণ নেওয়ার প্রতি মানুষের উৎসাহ আরো বাড়তে পারে। কম সুদের বিনিময়ে ঋণ পেলে, অনেকেই ব্যবসার প্রতি আরো আগ্রহ দেখাতে পারেন। নতুন ব্যবসা শুরু হওয়া কিংবা নতুন উদ্যমে কোনো ব্যবসা চালানো দেশের অর্থনীতির জন্য নিঃসন্দেহে এক ভাল বিজ্ঞাপন হতে পারে।
দেওয়া হবে মোটা টাকা
মোট টাকা দেওয়া হবে তিনটি প্রক্রিয়ার মাধ্যমে। প্রথম প্রক্রিয়ার কথা ইতিমধ্যে বলা হয়েছে। তাহলে বাকি প্রক্রিয়া দু’টো কী?
২) নিলামের মাধ্যমে বাজার থেকে ঋণ পত্র কেনা
৩) পরিবর্তনশীল রেপো রেট। খবর অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি পরিবর্তনশীল রেপো রেটে মোট কোটি ব্যাংকগুলোকে দেওয়া হতে পারে। ঋণপত্রের মাধ্যমে ২০ হাজার কোটি টাকার তিনটি কিস্তিতে দেওয়া হতে পারে ৬০ হাজার কোটি টাকা। এইভাবে ব্যাংকগুলোকে মোট ৪৩,০০০ কোটি টাকা দিতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক।
আরও পড়ুনঃ সস্তা হবে মোবাইল, TV, ল্যাপটপ সহ এ সকল জিনিস! বড় ঘোষণা হতে পারে বাজেটে
কানাড়া ব্যাঙ্কের এমডি-সিইও কে সত্যনারায়ণ রাজু সংবাদ মাধ্যমে বলেছেন, ‘শীর্ষ ব্যাঙ্ক সুদ সংক্রান্ত পদক্ষেপ শুরু করবে এপ্রিলের বৈঠক থেকে। হাতে নগদ আসার ফলে আগামী দু’মাস ব্যাঙ্কগুলি নিজেরাই কিছু পদক্ষেপ করবে।’ বিশেষজ্ঞদের একাংশের মতে, এই বিপুল অর্থ বরাদ্দ করার ফলে মূলধন সংগ্রহের জন্য আমানতের উপরে নির্ভরতা কমতে পারে। এতে ব্যাংকগুলোর সুবিধা হবে। সর্বোপরি সুদ কমানো হতে পারে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |