বাজারে নতুন নোট আনছে RBI, জারি হল নির্দেশিকা

Published on:

New Currency Note

সৌভিক মুখার্জী, কলকাতা: বাজারে আসছে নতুন নোট (New Currency Note)! সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনের সঙ্গে সম্পর্কিত 20 টাকার নোট এবার নয়া রূপ পেতে চলেছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India) সম্প্রতি জানিয়েছে, শীঘ্রই বাজারে নয়া ডিজাইনের 20 টাকার নোট আনা হবে। কিন্তু হঠাৎ করে কেন নতুন নোট আনা হচ্ছে? আর পুরনো নোট কি বাতিল হয়ে যাবে? সবটা রইল আজকের প্রতিবেদনে। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পুরনো নোট নতুন রূপে ফিরছে

নতুন এই 20 টাকার নোটের সবথেকে বড় পরিবর্তন হল – রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর। সম্প্রতি 2024 সালের ডিসেম্বর মাসে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে যোগদান করেছিলেন সঞ্জয় মালহোত্রা। আর এটিই প্রথমবার তার স্বাক্ষর কোনও নোটে থাকতে চলেছে।

তবে রিজার্ভ ব্যাঙ্কের সূত্র মারফত জানা যাচ্ছে, নোটের ডিজাইনে কোনও পরিবর্তন হবে না। তবে কিছু বিশেষ চিহ্ন বা নিরাপত্তা ফিচার যোগ করা হতে পারে। নোটটির মূল রং থাকবে হালকা সবুজাভ হলুদ। এমনকি সামনের দিকে থাকবে মহাত্মা গান্ধীর ছবি, অশোক স্তম্ভ, RBI সীল এবং নিরাপত্তা থ্রেড। আর পিছনের দিকে থাকবে ভারতের গর্ব ইলোরা গুহার ছবি। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কেন এই নোট আনা হচ্ছে?

ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে, এটি একটি নিয়মিত প্রক্রিয়া। গভর্নর পরিবর্তনের সঙ্গে সঙ্গেই তার স্বাক্ষরিত নতুন নোট প্রকাশ করা হয়। আর এতে করে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় থাকে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাঙ্কের গুরুত্ব আরও স্থায়িত্ব হয়।

আরও পড়ুনঃ ভারতের রাস্তা দিয়ে ১,৩৪,৩৯,৩০,২০,৫০০ টাকার ব্যবসা! ঝটকা খেয়েই মুখ খুলল বাংলাদেশ

আর 20 টাকার নোট এমন নোট, যা কিনা দেশের প্রতিটি সাধারণ নাগরিকই ব্যবহার করে। দিনমজুর থেকে শুরু করে দোকানদার, ছোটখাটো ব্যবসায়ী, স্কুল-কলেজের পড়ুয়াদের পকেটে দেখা মেলে এই নোটের। তাই এই নোট নিয়ে কোনোরকম বিভ্রান্তি হলে তার প্রভাব সাধারণ মানুষের উপরেই পড়বে। 

তবা জানিয়ে রাখি, অযথা আতঙ্কিত হবেন না, গুজবে কান দেবেন না। কারণ রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে, পুরনো নোট দিয়ে আগের মতোই লেনদেন করা যাবে। শুধু গভর্নরের স্বাক্ষরিত নয়া নোট বাজারে আসছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group