এবার বাতিল হচ্ছে ১০ টাকার কয়েন? নয়া গাইডলাইন জারি RBI-র

Published:

10 indian rupee coin
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ আপনার কাছেও কি ১০ টাকার কয়েন আছে?? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। আপনার কাছে থাকা ১০ টাকার কয়েন নিয়ে এবার জরুরি তথ্য দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। ভারতীয় কয়েনের মধ্যে ১০ টাকার কয়েন সবচেয়ে অভূতপূর্ব। যাইহোক, এবার এই ১০ টাকার কয়েক নিয়েই নতুন গাইডলাইন জারি করল আরবিআই। তবে কি এই কয়েক বাতিল হয়ে যাচ্ছে? বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

১০ টাকার কয়েন নিয়ে জারি গাইডলাইন

আর পাঁচটা নোট, কয়েনের মতো এই ১০ টাকার কয়েন নিয়ে একটি গুজব শুরু হয়েছিল। আর সেটা অনুযায়ী, নাকি শীঘ্রই এই ১০ টাকার কয়েনও বাতিল করে দিতে চলেছে আরবিআই। সত্যিই কি তাই? এই বিষয়ে এবার স্পষ্ট গাইডলাইন জারি করে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর আরবিআই যা জানিয়েছে তাতে করে হাঁফ ছেড়ে বেঁচেছেন দেশবাসী।

আরও পড়ুনঃ বিরাট সাফল্য! পাকিস্তানের ঘরে ঢুকে ৮টি সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত

আরবিআই গাইডলাইন জারি করে সাফ সাফ জানিয়ে দিয়েছে যে এটি আগের মতোই বাজারে জারিই থাকবে। সকলে এটির ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এটি একদম আগের মতোই বৈধ। ফলে চিন্তা করার আর দরকার নেই।

কয়েন না নিতে চাইলে এভাবে জানান অভিযোগ

প্রায়শই শোনা যায় যে অনেক দোকানদার থেকে শুরু করে বাসের কন্ডাকটর, অটোচালক ১০ টাকা, ১ টাকার কয়েন নিতে অস্বীকার করেন। এদিকে এর ফলে ব্যাপক হয়রানির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। যদিও আরবিআই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা এবং ২০ টাকার কয়েন কেবল ভারতীয় মুদ্রায় সম্পূর্ণ বৈধ নয়, বরং তাদের প্রচলনও সম্পূর্ণরূপে অব্যাহত রয়েছে। মুদ্রাগুলির নকশা সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে তবে তার মানে এই নয় যে সেগুলি অবৈধ হয়ে গিয়েছে। তারপরেও যদি কোনও দোকানদার বা চালক ১০ এর কয়েন নিতে অস্বীকার করে তাহলে আপনি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেন। ভারতীয় দণ্ডবিধির ৪৮৯(ক) থেকে ৪৮৯(ই) ধারা এবং মুদ্রা আইনের অধীনে এটি করা আইনত অপরাধ। আপনি স্থানীয় থানায় এই বিষয়ে অভিযোগ করতে পারেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join