সহেলি মিত্র, কলকাতাঃ বর্তমানে উৎসবের আনন্দে মাতোয়ারা সকলে। দিওয়ালি থেকে শুরু করে ছটপুজোকে ঘিরে সকলের আনন্দের সীমানা নেই। এদিকে সকলের আনন্দকে দ্বিগুণ করতে বড় পদক্ষেপ নিতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) বলে খবর। সাধারণ আমজনতার কাঁধ থেকে বেশ কিছু বোঝা কমতে পারে বলে খবর।
বড় ঘোষণা করতে পারে RBI
খুব সম্ভবত বছর শেষ হওয়ার আগে বাড়ি থেকে শুরু করে গাড়ির EMI অনেকটাই স্বস্তা হবে বলে শোনা যাচ্ছে। আর যদি এটা হয় তাহলে সাধারণ মানুষের জন্য তা কয়েক গুণ আনন্দের বিষয় হবে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। চলুন আরও বিশদে জেনে নেবেন ঝটপট। গোল্ডম্যান শ্যাক্সের একটি রিপোর্ট অনুসারে, RBI ২০২৫ সাল শেষ হওয়ার আগে সুদের হার কমানোর ঘোষণা করতে পারে। মূলত সাধারণ মানুষের ওপর থেকে কিছুটা ঋণের বোঝা কমাতেই এই সিদ্ধান্ত নিতে পারে আরবিআই বলে খবর। যদিও এই বিষয়ে সরকারিভাবে এখনও অবধি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে কিছু জানানো হয়নি।
সুদের হার কমবে?
গোল্ডম্যান শ্যাক্সের ওই রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মুদ্রানীতি পর্যালোচনা সভায় সুদের হার কমানোর ঘোষণা করা হতে পারে। যদিও এই বিষয়ে বেশ কিছু ভিন্ন মতাদর্শ সামনে উঠে আসছে। এই প্রসঙ্গে রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটির (এমপিসি) একজন বহিরাগত সদস্য রাম সিং বিশ্বাস করেন যে এই মুহুর্তে আরেকটি সুদের হার কমানো ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। এই মুহূর্তে এর কোনও প্রয়োজন নেই। এক সাক্ষাৎকারে রাম সিং বলেন, “আর্থিক ব্যবস্থার প্রভাব এখনও অব্যাহত রয়েছে। এর অর্থ হল ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি এখনও পর্যায়ক্রমে রেপো রেট কমানোর সুবিধাগুলি প্রদান করছে।”
তাঁর মতে ভারতের জিডিপি-র কথা মাথায় রেখে সবসময় আর্থিক সম্পর্কিত পদক্ষেপ নেওয়া উচিৎ। তিনি বলেন, কম মুদ্রাস্ফীতি ব্যবসার জন্য ভালো নয়, কারণ এটি বিনিয়োগ এবং কর্মসংস্থানের সিদ্ধান্ত উভয়কেই প্রভাবিত করে। এদিকে আগস্ট মাসের পর থেকে রেপো রেট অপরিবর্তিতই রয়েছে। আগস্টের পর থেকে আরবিআই রেপো রেট কমায়নি। অক্টোবরের এমপিসি সভায় নীতিগত হারও ৫.৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছিল। রাম সিং বলেন, “এই বছর ১% রেপো রেট কমানোর প্রভাব এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। অতএব, বর্তমান পরিস্থিতিতে আরেকটি সুদের হার কমানো অত্যধিক হবে এবং অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে।”