সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতে ২০০০ টাকার নোটের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা চলে আসছে। অবশেষে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট (RBI New Update on 2000 Rupees Note) দিয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের সাম্প্রতিক এক রিপোর্ট বলছে, ২০০০ টাকার নোটের ৯৮.১৮ শতাংশ ইতিমধ্যেই ব্যাঙ্কে ফেরত চলে গেছে। ফলে এখন কেবলমাত্র ৬৪৭১ কোটি টাকার নোট বাজারে রয়েছে।
২০০০ টাকার নোটের সংখ্যা ব্যাপকভাবে কমছে
২০২৩ সালের ১৯শে মে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ২০০০ টাকার নোট তুলে নেওয়ার ঘোষণা করে। তখন বাজারে এই নোটের মূল্য ছিল ৩.৫৬ লক্ষ কোটি টাকা। তবে এখনো যে সম্পূর্ণ ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা পড়ে গেছে এমনটা কিন্তু নয়। ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫-এর মধ্যে এই সংখ্যা নেমে ৬৪৭১ কোটি টাকায় পৌঁছেছে। অর্থাৎ, বাজারে এখন মাত্র ১.৮৩ শতাংশ ২০০০ টাকার নোট রয়েছে।
নোট জমা দেওয়ার নতুন নিয়ম
প্রথমে ৭ই অক্টোবর, ২০২৩ পর্যন্ত ব্যাঙ্কের শাখায় গিয়ে ২০০০ টাকার নোট বদলানো বা জমা দেওয়া যাচ্ছিল। তবে বলে রাখি, এখন যার কাছে এই নোট রয়েছে তিনি রিজার্ভ ব্যাঙ্কের ১৯টি ইস্যু অফিসে গিয়েই একমাত্র এই নোট জমা দিতে পারবেন। ৯ই অক্টোবর, ২০২৩ থেকে RBI-এর ইস্যু অফিসগুলি ২০০০ টাকার নোট গ্রহণ করা শুরু করেছে।
শুধু তাই নয়, ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে পোস্ট অফিস থেকেও এই নোট RBI-এর ইস্যু অফিসে পাঠানো যাচ্ছে এবং এই নোটের মূল্য গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দিয়ে দেওয়া হচ্ছে।
কেন ২০০০ টাকার নোট তুলে নেওয়া হচ্ছে?
অনেকের মনে একটা স্বাভাবিক প্রশ্ন থাকছে, হঠাৎ কেন ২০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হল? এর পিছনে কিছু কারণ রয়েছে। RBI-এর মতে, বড় মূল্যের নোট বাজারে থাকলে কালো টাকা জমা রাখার প্রবণতা বেড়ে যায়। তাই এই সিদ্ধান্ত নিয়েছে RBI। এছাড়া এখন ডিজিটাল লেনদেন এবং ছোট নোটের মাধ্যমে লেনদেন বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। এখানেই শেষ নয়। RBI জানিয়েছে, ২০০০ টাকার নোটের জীবনকাল অন্যান্য নোটের তুলনায় কম। তাই ধীরে ধীরে এই নোট তুলে নেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ ১ এপ্রিল থেকে এই গাড়িগুলোতে আর দেওয়া হবে না পেট্রোল, ডিজেল! এল কড়া নিয়ম
রিজার্ভ ব্যাঙ্কের এই নতুন আপডেট ভারতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এখন বাজারে ২০০০ টাকার নোট প্রায় নেই বললেই চলে। তবে যারা এখনো এই নোট হাতে রেখেছেন, তারা যত দ্রুত সম্ভব নির্ধারিত পদ্ধতিতে নোটগুলি জমা করে দিন। এটাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |