সহেলি মিত্র, কলকাতা: আবারও একবার চমকে দেওয়ার মতো তথ্য প্রকাশ্যে উঠে এল। ব্যাঙ্কে আনক্লেইমড অবস্থায় পড়ে রয়েছে কয়েক হাজার কোটি টাকা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আর এই অংকটা নেহাতই কম নয় কিন্তু। আরবিআই (RBI)-এর এক রিপোর্ট অনুযায়ী, দেশের ব্যাঙ্কগুলিতে ৭৮,০০০ কোটি টাকারও বেশি দাবিহীন টাকা পড়ে আছে। নিশ্চয়ই ভাবছেন যে এখন এই টাকাগুলির কী হবে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
ব্যাঙ্কে পড়ে রয়েছে ৭৮,০০০ কোটি টাকা!
এখন কেন্দ্রীয় সরকার এটি গ্রাহকদের কাছে ফেরত দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কেন্দ্রীয় সরকার সকল সরকারি ব্যাংককে ২০২৫-২৬ অর্থবর্ষে নিষ্ক্রিয় ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকা আমানতের কমপক্ষে ৩০ থেকে ৪০% নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অনুসারে, ২০২৩ সালের মার্চ নাগাদ সরকারি খাতের ব্যাংকগুলির কাছে ৩৫,০০০ কোটি টাকা এবং বেসরকারি ব্যাংকগুলির কাছে ৪৩,০০০ কোটি টাকা ছিল। এই পরিমাণ এখন বেড়ে ৭৮,০০০ কোটি টাকারও বেশি হয়েছে।
নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে যে এই টাকাগুলি কাদের? এই পরিমাণ সেই অ্যাকাউন্টগুলির সাথে সম্পর্কিত যেখানে গত ১০ বছর ধরে কোনও লেনদেন হয়নি। যেগুলো ব্যাংকগুলো নিষ্ক্রিয় ঘোষণা করেছে। দেশের সবথেকে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার দাবিহীন অর্থের সংখ্যা সবচেয়ে বেশি, তারপরেই রয়েছে ক্যানারা ব্যাংক এবং ব্যাংক অফ ইন্ডিয়া।
RBI -এর রিপোর্ট ঘিরে শোরগোল
যদি আপনারও মনে হয় যে আপনার সুপ্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পড়ে আছে, তাহলে আপনি এটি সম্পর্কে জানতে পারেন। এই দাবিহীন পরিমাণ যাচাই করার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) একটি কেন্দ্রীভূত পোর্টাল, UDGAM, চালু করেছে। এর মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন আপনার টাকাও ওই ৭৮, ০০০ কোটি টাকার মধ্যে আছে কিনা। আপনি অনায়াসেই UMANG পোর্টালের মাধ্যমে চেক করতে পারেন।
আরও পড়ুনঃ লোকাল ট্রেনের মতোই পরিষেবা কলকাতা মেট্রোয়, সুখবর যাত্রীদের জন্য
জেনে নিন পদ্ধতি
১) প্রথমে UMANG পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট https://udgam.rbi.org– এ যান।
২) হোম পেজে, “Unclaimed Deposit” বিকল্পে ক্লিক করুন।
৩) এখন অ্যাকাউন্টধারীর নাম, ব্যাংকের নাম এবং অন্যান্য অতিরিক্ত তথ্য লিখুন।
৪) সার্চ করলে, পোর্টালটি আপনাকে জানাবে যে আপনার নামে ব্যাংকে কোনও দাবিহীন অর্থ জমা আছে কিনা।
৫) যদি আপনার নামে কোনও আমানত থাকে, তাহলে আপনি সংশ্লিষ্ট ব্যাংকের সাথে যোগাযোগ করে তা দাবি করতে পারেন।
দাবিহীন টাকা কীভাবে ‘দাবি’ করবেন?
১) আপনাকে আপনার ব্যাঙ্কের মূল শাখায় যেতে হবে এবং দাবিহীন আমানত দাবি ফর্মটি পূরণ করতে হবে। এর সাথে, সমস্ত প্রয়োজনীয় KYC নথি, পাসবুক ইত্যাদিও সঙ্গে রাখা জরুরি।
২) প্রায়শই দেখা যায় যে এই ধরনের অ্যাকাউন্টে KYC আপডেট করা হয় না। অতএব, দাবি করার আগে KYC প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।
৩) যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ১০ বছর ধরে নিষ্ক্রিয় থাকে। তাহলে এতে থাকা টাকা ব্যাংকের মাধ্যমে DEAF-কে পাঠানো হত। এই তহবিল থেকে টাকা ফেরত পেতে আপনাকে DEAF দাবি ফর্ম জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |