বিশ্বের ৬০% সোনা কিনেছে ভারত সহ ৩ দেশ! কত টন জমল দেশের ভাণ্ডারে? চমকে দিচ্ছে রিপোর্ট

Published on:

rbi

প্রীতি পোদ্দার, কলকাতা: দিনে দিনে সোনার দাম যেন বেড়েই চলেছে। এদিকে চলছে বিয়ের মরশুম। সোনার গয়নায় মেয়েকে ভরিয়ে দিতে রীতিমত হিমশিম খাচ্ছেন বাবা মায়েরা। যখনই দাম একটু কমছে তখনই সোনার দোকানে ভিড় বাড়ছে ক্রেতাদের। আর এই আবহে দেশে ভাঁড়ারে বাড়ছে আরও সোনা। এইমুহুর্তে সব দেশকে সোনা কেনার দৌঁড়ে পিছনে ফেলে সর্বোচ্চ স্থানে এগিয়ে রয়েছে RBI।

সোনা কেনায় এগিয়ে RBI

WhatsApp Community Join Now

গত বৃহস্পতিবার, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল অর্থাৎ WGC জানিয়েছে যে ইন্টারন্যাশনাল মানিটরি ফান্ডের প্রতিবেদনের উপর ভিত্তি করে সারা বিশ্ব জুড়ে চলতি বছর গত অক্টোবর মাসে সমস্ত দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি মোট ৬০ টন সোনা কিনেছে। যার মধ্যে শুধু ভারতের RBI বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিনেছে ২৭ টন সোনা। অর্থাৎ সব দেশকে সোনা কেনার দৌড়ে পিছনে ফেলে সর্বোচ্চ স্থানে রয়েছে RBI। এছাড়াও জানা গিয়েছে ভারতের সম্পদে চলতি বছর এখনও পর্যন্ত ৭৭ টন সোনা কিনেছে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক।

সোনা কেনায় জোট বেঁধেছে পোল্যান্ড তুরস্ক

এছাড়াও ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে উন্নয়নশীল দেশগুলি এখন সোনা কেনার দিক থেকে শীর্ষস্থান দখল করেছে। জানুয়ারি থেকে অক্টোবর মাসের মধ্যে তুরস্ক এর সেন্ট্রাল ব্যাঙ্ক সোনা কিনেছে ৭২ টন। এবং পোল্যান্ডের সেন্ট্রাল ব্যাঙ্কও ৬৯ টন সোনা কিনেছে। বিগত ১৭ মাস ধরে টানা তুরস্ক ১৭ টন করে সোনা কিনে সর্বোচ্চ সোনা ক্রেতার জায়গা দখল করেছে। পাশাপাশি পোল্যান্ডও টানা ৭ মাস ধরে ৮ টন করে সোনা কিনেছে।তাহলে হিসেবের নিরিখে বলা যাচ্ছে যে চলতি বছরে বিশ্বে মোট যে পরিমাণ সোনা কেনা হয়েছে, তার মধ্যে ভারত, পোল্যান্ড ও তুরস্কের সেন্ট্রাল ব্যাঙ্কগুলিই ৬০ শতাংশ কিনেছে।

আজ কলকাতায় ২৪ ক্যারোট খুচরো পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৭৬৭০০ টাকা, তবে ২৪ ক্যারোট পাকা সোনার বাট কমে এসে দাঁড়িয়েছে ১০ গ্রামে ৭৬,৩০০ টাকায়। বিয়ের মরশুমে সোনার এই দাম দেখে রীতিমত কপালে চিন্তার ভাঁজ পরেছে মধ্যবিত্তদের। গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা করছে। অক্টোবর মাসেও সোনার দামে ওঠানামা করেছিল। সেপ্টেম্বর মাসে সোনার দাম অনেকটাই সস্তা হয়েছিল। তার আগে, অগাস্ট মাসের শুরুতেই সোনার দাম অনেকটা কমেছিল। এবার দেখার পালা এই বিয়ের মরশুমে আর দাম কমবে কিনা।

সঙ্গে থাকুন ➥
X