সাধারণ মানুষের আশায় জল, রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত RBI-র

Published on:

shaktikanta das rbi

শ্বেতা মিত্র, কলকাতাঃ বছর শেষ হওয়ার আগে নতুন করে চমক দিল আরবিআই (Reserve Bank of India)। টানা ১১ বারের মতো অপরিবর্তিতই থাকলে রেপো রেট। হ্যাঁ ঠিকই শুনেছেন। আজ শুক্রবার এমনটাই জানিয়েছেন RBI গভর্নর শক্তিকান্ত দাস। আর এরইসঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস তাঁর মেয়াদের শেষ এমপিসি বৈঠকে আরও একবার সাধারণ মানুষের আশা ভেঙে দিলেন। শুক্রবার তিন দিনের মনিটারি পলিসি কমিটির (এমপিসি) বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলি জনগণের সামনে পেশ করেন গভর্নর।

অপরিবর্তিত থাকলে রেপো রেট

WhatsApp Community Join Now

শক্তিকান্ত দাস জানিয়েছেন, রেপো রেট নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। গত ১০টি বৈঠক থেকে অপরিবর্তিত রয়েছে। সেইসঙ্গে এবারও গভর্নর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপর সমস্ত জোর দিয়েছেন এবং অর্থনীতিকে ত্বরান্বিত করতে নগদ রিজার্ভ অনুপাত ০. ৫০ শতাংশ হ্রাস করেছেন, যা এখন ৪ শতাংশ। এটি রিজার্ভ ব্যাঙ্কের ১১তম এমপিসি বৈঠক ছিল যেখানে রেপো রেটে কোনও পরিবর্তন হয়নি এবং এমপিসির ৬ জনের মধ্যে ৪ জন আবারও এটিকে ৬.৩০ শতাংশে রাখার পক্ষে ভোট দিয়েছেন।

অর্থাৎ সাধারণ মানুষের ঋণে কোনও ছাড় মিলবে না এবং EMI একই থাকবে। গত মাসে প্রকাশিত বৃদ্ধির হারের পরিসংখ্যান দেখার পর থেকেই ধারণা করা হচ্ছিল, এবার এমপিসি বৈঠকে সিআরআর কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। গভর্নর একই কাজ করেছিলেন এবং সিআরআর ৪.৫ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ করেছিলেন। এর ফলে ব্যাঙ্কগুলির হাতে থাকবে অতিরিক্ত ১.২০ লক্ষ কোটি টাকা, যা ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।

নজরে মূল্যস্ফীতি

এমপিসি-র বৈঠকের পর শক্তিকান্ত দাস বলেন, ‘মুদ্রাস্ফীতি থেকে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া আমাদের অগ্রাধিকার, তবে দেশের বৃদ্ধির হারও গুরুত্বপূর্ণ। তাই এমপিসি এখন তাদের দৃষ্টিভঙ্গি নিরপেক্ষ করেছে, অর্থাৎ সামনের পরিবেশ অনুযায়ী ব্যাংকগুলোর রেপো রেট বা ঋণের হার কমানো হবে।’ গভর্নর উদ্বেগ প্রকাশ করেছেন যে তৃতীয় ত্রৈমাসিকেও মুদ্রাস্ফীতি থেকে কোনও স্বস্তি নেই এবং এটি চতুর্থ ত্রৈমাসিক থেকে নরম হলেও হতে পারে।

সঙ্গে থাকুন ➥
X